
হাজীগঞ্জে স্ত্রীর কু-প্ররোচনায় মাকে মারধরের অভিযোগে ছেলের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছেন এক বাবা। ঘটনাটি ঘটেছে হাজীগঞ্জ উপজেলার ৪নং কালচোঁ ইউনিয়নের সাকছিপাড়া খান বাড়িতে।
জানা যায়, গেলো শুক্রবার (১৭ অক্টোবর) বিকালে পারিবারিক এক ঘটনার জেরে ছেলে মাসুদ খান তার স্ত্রী’র কু-প্ররোচনায় পড়ে মা মনোয়ারা বেগমকে মারধর করেন। এ ঘটনায় ভুক্তভোগীর স্বামী মুছা খান হাজীগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।
অভিযোগে উল্লেখ করা হয়, মাসুদ খান দীর্ঘদিন ধরে মা-বাবার ভরণপোষণ না দিয়ে উল্টো তাদের সঙ্গে অমানবিক আচরণ করে আসছে। সামান্য কথাবার্তার জের ধরে মাসুদ ও তার স্ত্রী প্রায়ই মা-বাবাকে মারধর ও প্রাণনাশের হুমকি দেয়।
মনোয়ারা বেগম বলেন, ছেলে মাসুদ ও তার বউয়ের কারণে শান্তিতে থাকতে পারি না। গত শুক্রবার মুছা খান গোসল করতে গেলে পুকুরে থাকা মাসুদকে উঠতে বলেন। এ নিয়েই মাসুদ রেগে গিয়ে রাতে আমাকে বেধড়ক মারধর করে।
বাবা মুছা খান অভিযোগ করে বলেন, আমার ছেলে প্রায়ই আমাদের গালাগালি ও মারধর করে। এলাকায় নানা অপকর্মের সঙ্গে জড়িত রয়েছে। এসব বিষয়ে বাধা দিলেই আমাদের ওপর চড়াও হয়। আমি এর বিচার চাই।
স্থানীয় বাসিন্দারাও জানান, মাসুদ খান এলাকার উশৃঙ্খল চরিত্রের লোক এবং বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত।
তাদের ভাষ্যমতে, মাসুদের আচরণে পরিবার তো বটেই, আশপাশের মানুষও অতিষ্ঠ।
অভিযুক্ত মাসুদের সাথে যোগাযোগের চেষ্টা করা হলে তাকে বাড়িতে পাওয়া যায়নি। মুঠোফোনেও একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
এ বিষয়ে হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মহিউদ্দিন ফারুক বলেন, অভিযোগ পেয়েছি। তদন্তকারী কর্মকর্তা ঘটনাস্থলে গেছেন। তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।