
“হাত ধোয়ার নায়ক হোন” — এই প্রতিপাদ্যকে সামনে রেখে হাজীগঞ্জ উপজেলায় যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে বিশ্ব হাত ধোয়া দিবস-২০২৫।
বুধবার সকালে হাজীগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে আলোচনা সভা, হাত ধোয়া প্রদর্শনী ও র্যালি অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় হাজীগঞ্জ উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী মাহবুব আবসারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাজীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইবনে আল জায়েদ হোসেন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন হাজীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি খালেকুজ্জামান শামীম, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আবু সাঈদ চৌধুরী, হাজীগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক দেলোয়ার হোসেন, হাজীগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এনায়েত মজুমদার ও সাবেক সভাপতি হাসান মাহমুদ।
আলোচনা সভা শেষে বিদ্যালয় মাঠে হাত ধোয়া প্রদর্শনী ও সচেতনতামূলক র্যালি অনুষ্ঠিত হয়। এতে হাজীগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় ও হাজীগঞ্জ সরকারি বালিকা প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।
বক্তারা বলেন, হাত ধোয়া একটি সহজ কিন্তু অত্যন্ত কার্যকর অভ্যাস। নিয়মিতভাবে সাবান দিয়ে হাত ধুলে ডায়রিয়া, সর্দি-কাশি, টাইফয়েডসহ নানা সংক্রামক রোগ থেকে নিজেকে ও অন্যকে রক্ষা করা যায়।
অনুষ্ঠানটি জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর ও হাজীগঞ্জ উপজেলা প্রশাসনের যৌথ উদ্যোগে আয়োজন করা হয়।