টাইফয়েড ভ্যাকসিনেশন ক্যাম্পেইন-২০২৫

আলোকিত চাঁদপুর রিপোর্ট
প্রকাশের সময়: মঙ্গলবার, ২১ অক্টোবর, ২০২৫ । ৭:৩৪ অপরাহ্ণ

চাঁদপুরে ‘শিশু, কিশোর-কিশোরী ও নারী উন্নয়ন সচেতনতামূলক প্রচার কার্যক্রম’ শীর্ষক প্রকল্পের আওতায় ইউনিসেফ বাংলাদেশ ও ডব্লিউএইচও এর আর্থিক সহায়তায় টাইফয়েড ভ্যাকসিনেশন কার্যক্রম চলমান রয়েছে।

মঙ্গলবার মতলব দক্ষিণ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শন করেন জেলা সিভিল সার্জন ডাঃ মোহাম্মদ নুর আলম দীন।

এসময় মতলব দক্ষিণ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডঃ মোহাম্মদ গোলাম রায়হান, (এসআইএমও ডব্লিএইচও) ডাঃ মালিহা পারভীন, জেলা সিভিল সার্জন অফিসের জেলা ইপিআই সুপারিনটেনডেন্ট (ইনচার্জ) মুহাম্মদ আজিজুল ইসলাম সবুজসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

পরিদর্শন টিমকে সহযোগিতা করেন মতলব দক্ষিণ উপজেলার এমটি ইপিআই (ভারপ্রাপ্ত) মোহাম্মদ নয়ন সরকার।

সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা যায়, টাইফয়েড ভ্যাকসিনেশন কার্যক্রম-২০২৫ উপলক্ষে চাঁদপুরে গত ১২ অক্টোবর চাঁদপুর আল-আমিন একাডেমী স্কুল এন্ড কলেজে উদ্বোধন হয়। ১২ অক্টোবর থেকে ১৩ নভেম্বর পর্যন্ত (শুক্রবার এবং সরকারি ছুটির দিন বাদ দিয়ে) ১৮ কর্ম দিবসে জেলায় টাইফয়েড টিকাদান প্রদানে ৮ লাখ ৫হাজার ২শ’ ৪৫জন শিশুকে টার্গেট করা হয়েছে। এর মধ্যে প্রাক-প্রাথমিক থেকে নবম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থী হচ্ছে ৫ লাখ ৪১হাজার ৮শ’৪৪জন। ৯ মাস থেকে ১৫ মাস বয়সী শিক্ষা প্রতিষ্ঠান বহির্ভূত শিশুর সংখ্যা ২লাখ ৬৩ হাজার ৪শ’ ১জন। ইতোমধ্যে ৪১ ভাগ শিশুর অনলাইন নিবন্ধন সম্পন্ন হয়েছে।এছাড়াও টিকা কার্যক্রমে অন্তর্ভূক্ত প্রাক-প্রাথমিক, প্রাথমিক, মাধ্যমিক ও ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা ৩হাজার ৭শ’ ৫৮টি। কমিউনিটি টিকা কেন্দ্রের সংখ্যা ২হাজার ৪শ’ ২৪টি। টিকাদানকারী টিমের সংখ্যা ৩শ’ ১৩টি। সর্বমোট টিকা প্রদানকারী ৬শ’ ১৬জন এবং স্বেচ্ছাসেবী ৯শ’ ১৯জন। সর্বমোট প্রথম সারির তদারককারীর সংখ্যা ৩শ’ ৩জন।

সম্পাদক ও প্রকাশক : মো. জাকির হোসেন ।  কপিরাইট © দৈনিক আলোকিত চাঁদপুর

প্রিন্ট করুন