চাঁদপুরের হাজীগঞ্জে অফিসার্স ক্লাবের ব্যাডমিন্টন কোর্টের উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। রোববার সন্ধ্যায় উপজেলা পরিষদের মাঝস্থানে এই কোর্টের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার ইবনে আল জায়েদ হোসেন।
উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জাবেদ হোসেন চৌধুরী, হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মহিউদ্দিন ফারুক, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আহমেদ তানভির হাসান, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আবু সাঈদ চৌধুরী, হাজীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি খালেকুজ্জামান শামীম, সাবেক সভাপতি হাসান মাহমুদসহ আরও অনেকে।
উদ্বোধনী অনুষ্ঠানটি পরিচালনা করেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আশিকুর রহমান।
জানা যায়, নতুনভাবে নির্মিত এই ব্যাডমিন্টন কোর্টে নিয়মিত খেলাধুলা অনুষ্ঠিত হবে। এছাড়া আসন্ন নভেম্বর মাসে অফিসার্স ক্লাবের উদ্যোগে এক আকর্ষণীয় ব্যাডমিন্টন টুর্নামেন্ট আয়োজনের পরিকল্পনা রয়েছে।
উদ্বোধনের মাধ্যমে হাজীগঞ্জ উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীদের বিনোদন ও স্বাস্থ্যসচেতনতার নতুন দ্বার উন্মোচিত হলো।

মো. ইউসুফ বেপারী
প্রকাশের সময়: সোমবার, ২০ অক্টোবর, ২০২৫ । ৭:৪৭ অপরাহ্ণ