
পাঁচ শতাংশ বাড়িভাড়া ভাতা দেওয়ার সরকারের প্রজ্ঞাপন প্রত্যাখান করে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা।
রবিবার (১৯ অক্টোবর) জাতীয় শহীদ মিনারে অষ্টম দিনের মতো অবস্থান ও অনশন কর্মসূচি পালন করছেন তারা। নতুন কর্মসূচি হিসেবে দুপুর বারোটায় শিক্ষাভবন অভিমুখে একটি ভুখা মিছিলের ঘোষণা দিয়েছেন শিক্ষকরা।
শিক্ষক-কর্মচারীরা দাবি করেছেন, বাড়িভাড়া ২০ শতাংশ, মেডিকেল ভাতা ১ হাজার ৫০০ টাকা এবং উৎসব ভাতা ৭৫ শতাংশ বৃদ্ধি না করে প্রজ্ঞাপন জারি করলে তারা আন্দোলন থামাবেন না।
অর্থ বিভাগের তরফে উপসচিব মিতু মরিয়মের স্বাক্ষরিত অফিস আদেশে বলা হয়েছে, বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বাড়ি ভাতা মূল বেতনের ৫ শতাংশ হারে (সর্বনিম্ন ২ হাজার টাকা) দেয়া হবে। আদেশটি আগামী ১ নভেম্বর থেকে কার্যকর হবে। তবে এই আদেশ প্রকাশের পরই শিক্ষকরা তা প্রত্যাখ্যান করেছেন।
অবস্থান ও অনশন কর্মসূচি ছাড়াও শিক্ষকরা সরকারকে তাদের দাবি মেনে নেওয়ার জন্য ধৈর্যসহকারে আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন।