
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, জুলাই সনদ যদি আইনি ভিত্তি না পায়, তাহলে তা কেবল আনুষ্ঠানিকতা হয়ে থাকবে এবং সেটি জাতির সঙ্গে প্রহসনে পরিণত হবে।
শনিবার রাজধানীর বাংলামোটরে দলটির অস্থায়ী কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।
নাহিদ ইসলাম বলেন, জুলাই সনদের স্বাক্ষর কেবলই আনুষ্ঠানিকতা। যদি এর কোনো আইনি ভিত্তি না হয়, তাহলে এর কোনো বাস্তব মূল্য থাকবে না। আমরা সেই কারণেই এতে অংশ নেইনি। এটি একটি গণ-প্রতারণা এবং জাতির সঙ্গে প্রহসন হবে।
তিনি আরও বলেন, দেশের রাজনৈতিক ইতিহাসে আমরা দেখেছি, ১৯৯০-এর গণঅভ্যুত্থানের পরেও তিন দলের জোটের রূপরেখা বাস্তবায়িত হয়নি। সেই অভিজ্ঞতা আমাদের মনে রাখতে হবে। সংবিধানের মতো গুরুতর বিষয়ে পরিবর্তন আনতে চাইলে তার অবশ্যই একটি আইনি ভিত্তি থাকতে হবে।
ঐকমত্য কমিশনের বিষয়ে তিনি বলেন, যদি আলোচনা ডাকেন তারা, তাহলে এনসিপি তাতে সাড়া দেবে। তবে, ‘নোট অব ডিসেন্ট’ বা ভিন্নমতের সঙ্গে জুলাই সনদের কোনো সম্পর্ক নেই বলেও তিনি স্পষ্ট করেন।
নির্বাচনী প্রতীক প্রসঙ্গে নাহিদ ইসলাম জানান, জাতীয় নির্বাচনে এনসিপি ‘শাপলা’ প্রতীক নিয়েই অংশ নেবে। এই প্রতীক নিয়ে দলের মধ্যে পূর্ণ আস্থা রয়েছে বলেও উল্লেখ করেন তিনি।
জুলাই সনদের আইনি ভিত্তি না থাকলে তা হবে ‘গণপ্রতারণা’— এমন মন্তব্য করে আনুষ্ঠানিকতা থেকে নিজ দলকে দূরে রাখলেন এনসিপি নেতা নাহিদ ইসলাম।