১ দিনের সফরে চাঁদপুর আসছেন মুফতি ফয়জুল করীম

আলোকিত চাঁদপুর রিপোর্ট
প্রকাশের সময়: শুক্রবার, ১৭ অক্টোবর, ২০২৫ । ৮:২০ অপরাহ্ণ

চব্বিশের গণঅভ্যুত্থানের অগ্রনায়ক ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমীর মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম শায়খে চরমোনাই ১৮ অক্টোবর শনিবার ১ দিনের সাংগঠনিক সফরে চাঁদপুর আসছেন।

মুফতি ফয়জুল করীমের সফর ঘিরে চাঁদপুরে দলীয় নেতাকর্মীসহ জুলাই যোদ্ধাদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা বিরাজ করছে। দলের সিনিয়র ব্যক্তির আগমনকে কেন্দ্র করে ইসলামী আন্দোলন বাংলাদেশ চাঁদপুর সদর উপজেলা চাঁদপুর পৌর বাসস্ট্যান্ডে গণসমাবেশের আয়োজন করছে। গণসমাবেশে যোগ দিতে চাঁদপুর সদর উপজেলার প্রতিটি ইউনিয়নে চলছে সভা, সমাবেশ, গণসংযোগ।

বিকাল ৩টায় পৌর বাসস্ট্যান্ডের গণসমাবেশে মুফতি ফয়জুল করীম প্রধান অতিথির ভাষণ দেবেন। গণসমাবেশ শেষ করে তিনি বাদ এশা উজানি বাজারে আয়োজিত ইসলামী মহাসম্মেলনে বয়ান রাখবেন। এরপর রাত ১০টায় তিনি শাহরাস্তি উপজেলায় একটি মাহফিলে অংশ নিয়ে চাঁদপুর থেকে বিদায় নেবেন।

ইসলামী আন্দোলন বাংলাদেশ চাঁদপুর জেলা সভাপতি হাফেজ মাওলানা মুহাম্মদ মাকসুদুর রহমান আগামিকালের গণসমাবেশসহ সকল কর্মসূচিতে অংশগ্রহণ করার জন্য দলীয় নেতাকর্মীদের পাশাপাশি সর্বস্তরের জনতার প্রতি আহ্বান জানিয়েছেন।

সম্পাদক ও প্রকাশক : মো. জাকির হোসেন ।  কপিরাইট © দৈনিক আলোকিত চাঁদপুর

প্রিন্ট করুন