এপিবির নতুন কমিটির সম্পাদক ডা. শামীম আহমেদ

আল-আমীন পারভেজ
প্রকাশের সময়: বুধবার, ১৫ অক্টোবর, ২০২৫ । ১১:৩২ অপরাহ্ণ

বাংলাদেশের চিকিৎসক সমাজের অন্যতম প্রভাবশালী সংগঠন এপিবি এর নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। নবগঠিত এই কমিটিতে সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন মতলব উপজেলার কৃতি সন্তান ডা. শামীম আহমেদ।

ডা. শামীম আহমেদ দীর্ঘদিন ধরে চিকিৎসা ক্ষেত্রে নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে কাজ করে আসছেন। তিনি একজন মানবিক চিকিৎসক হিসেবে পরিচিত, যিনি চিকিৎসা সেবার পাশাপাশি সামাজিক উন্নয়নমূলক কার্যক্রমেও সক্রিয় ভূমিকা পালন করে আসছেন। তাঁর নেতৃত্বে বিভিন্ন স্বাস্থ্যসেবা উদ্যোগ সফলভাবে বাস্তবায়িত হয়েছে, যা সহকর্মী চিকিৎসক ও সাধারণ মানুষের প্রশংসা কুড়িয়েছে।

তাঁর এই অর্জনে মতলব ও চাঁদপুর জুড়ে আনন্দ ও গর্বের সঞ্চার হয়েছে। স্থানীয় বিভিন্ন সামাজিক ও পেশাজীবী সংগঠন তাঁকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।

ডা. শামীম আহমেদ চাঁদপুরের মতলব উপজেলার এক সম্মানিত পরিবারের সন্তান। শৈশব থেকেই তিনি মেধাবী ও পরিশ্রমী ছিলেন। চিকিৎসা পেশায় যুক্ত হওয়ার পর থেকেই তিনি সাধারণ মানুষের পাশে থেকে সেবা দিয়ে যাচ্ছেন।

স্থানীয়রা আশা প্রকাশ করেছেন, তাঁর নেতৃত্বে এপিবি চিকিৎসক সমাজের কল্যাণ ও স্বাস্থ্যসেবার উন্নয়নে নতুন দিগন্ত উন্মোচন করবে।

সম্পাদক ও প্রকাশক : মো. জাকির হোসেন ।  কপিরাইট © দৈনিক আলোকিত চাঁদপুর

প্রিন্ট করুন