শাহমাহমুদপুরে পাইকদী এলাকায় উন্নয়ন প্রকল্পের কাজ সম্পন্ন

আলোকিত চাঁদপুর রিপোর্ট
প্রকাশের সময়: বুধবার, ১৫ অক্টোবর, ২০২৫ । ৯:৪২ অপরাহ্ণ

চাঁদপুর সদর উপজেলার পাইকদী এলাকায় সম্প্রতি কয়েকটি উন্নয়ন প্রকল্পের অর্থ আত্মসাৎ করা হয়েছে এমন অভিযোগের প্রেক্ষিতে সরেজমিনে অনুসন্ধান করে জানা গেছে, প্রকল্পগুলোর মধ্যে দুটি প্রকল্পের কাজ যথাযথভাবে সম্পন্ন হয়েছে এবং একটি প্রকল্পের কাজ চলমান রয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, পাইকদী মিজি বাড়ি বায়তুল মামুর জামে মসজিদের অজুখানা সংস্কার ও কবরস্থানে মাটি ভরাট, ৫নং ওয়ার্ডের পাইকদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ সংস্কার কাজ নিয়মিত তদারকির মধ্যেই সম্পন্ন হয়েছে এবং পাইকদী ঈদগাহ মাঠ সংস্কার প্রকল্পের কাজ চলমান রয়েছে।

প্রকল্পগুলোর মধ্যে মসজিদের অজুখানা ও কবরস্থানে মাটি ভরাটে বরাদ্দ ছিল ২ লাখ টাকা, বিদ্যালয়ের মাঠ সংস্কারে ৭ মেট্রিক টন গম, এবং ঈদগাহ সংস্কারে ২ লাখ ৫৩ হাজার টাকা। সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানা গেছে, প্রকল্পের দুটি কাজ নির্ধারিত নকশা ও নির্দেশনা অনুযায়ী সম্পন্ন হয়েছে এবং ঈদগাহ সংস্কারের কাজটি চলমান রয়েছে।

মিজি বাড়ি বায়তুল মামুর জামে মসজিদের মুসল্লি টিপু সুলতান মিজি জানান, মসজিদের অজুখানা ও কবরস্থান এর মাটি ভরাটের কাজ স্বচ্ছভাবে হয়েছে। এলাকাবাসী এখন এটি নিয়মিত ব্যবহার করছে। কাজ না করে অর্থ আত্মসাৎ সংক্রান্ত অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত।

এছাড়াও স্থানীয় কয়েকজন বাসিন্দা জানান, মসজিদের অজু খানার সংস্কার কাজ হওয়ায় মুসল্লিরা নামাজ পড়ার জন্য এখন সুন্দরভাবে অজু করতে পারছেন।

পাইকদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোস্তফা চৌধুরী বলেন, বিদ্যালয়ের পুরাতন ভবনটি ভেঙে ফেলায় মাঠে বড় কূপের সৃষ্টি হয়েছিল। মাঠ ভরাটের কাজটি শতভাগ সম্পন্ন হওয়ায় শিক্ষার্থীরা এখন স্বাচ্ছন্দ্যে খেলাধুলা করতে পারছে।

ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা জানান, অনিয়মের দাবি ভিত্তিহীন ও উদ্দেশ্য প্রণোদিত। কিছু ব্যক্তি বা গোষ্ঠী ভুল তথ্য দিয়ে বিভ্রান্তি ছড়াতে চেষ্টা করছে।

উপজেলা নির্বাহী অফিসার এস.এম.এন জামিল হিকমা বলেন, এ বিষয়ে আমি একটি অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে দেখবো।

সম্পাদক ও প্রকাশক : মো. জাকির হোসেন ।  কপিরাইট © দৈনিক আলোকিত চাঁদপুর

প্রিন্ট করুন