
চাঁদপুর-২ (মতলব উত্তর ও দক্ষিণ) আসনে গণঅধিকার পরিষদ থেকে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়ন প্রত্যাশী চাঁদপুর জেলা গণঅধিকার পরিষদের যুগ্ম সদস্য সচিব প্রাবাসী বি.এম. গোলাপ হোসেন।
৩০ শে সেপ্টেম্বর মঙ্গলবার গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় কার্যালয়ের দপ্তর থেকে দলীয় নেতাকর্মীরা তার পক্ষে মনোনয়নপত্র ক্রয় করেন।
মনোনয়ন পত্র ক্রয়ের সময় উপস্থিত ছিলেন উচ্চতর পরিষদের সদস্য জিল্লু খান, কেন্দ্রীয় যুব অধিকার পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক মর্তুজা মাহবুব, ঢাকা মহানগর উত্তর গণঅধিকার পরিষদের সহ সভাপতি সাইদুল ইসলাম মুকুল, মতলব উত্তর উপজেলা যুব অধিকার পরিষদের আইন বিষয়ক সম্পাদক গোলাম রাব্বানী, গণঅধিকার পরিষদের সংগঠক কাজী আল আমিন, ঢাকা মহানগর উত্তর যুব অধিকার পরিষদের অর্থ সম্পাদক সজিব হোসেন নূর, চাঁদপুর জেলা যুব অধিকার পরিষদের সাংগঠনিক সম্পাদক রাজন বেপারী, মতলব উত্তর উপজেলার যুব অধিকার পরিষদের সভাপতি শামীম হোসেন, সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম, সিনিয়র সহ-সভাপতি হাসান খাঁন, সহ- সাধারণ সম্পাদক কামাল হোসেন রাসেল, যুগ্ম সাধারণ সুজন আহমেদ, সহ সাংগঠনিক সম্পাদক জুয়েল মোল্লা, মতলব উত্তর ছাত্র অধিকার পরিষদের সাংগঠনিক সম্পাদক সাদ সরকার, সংগটক নাগর সরকার, শফিক হোসেনসহ অন্যান্য নেতৃবৃন্দ।
বিএম গোলাপ গণঅধিকার পরিষদের সংগ্রামী সভাপতি ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরের আস্থাভাজন। তিনি গণঅধিকার পরিষদের প্রতিষ্ঠালগ্ন থেকেই দলের জন্য নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন।
তিনি গণঅধিকার পরিষদের ট্রাক প্রতীকে মনোনয়ন পাবেন বলে আশাবাদ ব্যক্ত করেন।