
নিয়োগবিধি সংশোধন, বেতন বৈষম্য নিরসন ও টেকনিক্যাল পদমর্যাদা প্রদানসহ ছয় দফা দাবিতে অনির্দিষ্টকালের কর্মবিরতির ঘোষণা দিয়েছে স্বাস্থ্য সহকারীদের সংগঠন বাংলাদেশ হেলথ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশন।
তারা জানিয়ে দিয়েছে, দাবি পূরণ না হওয়া পর্যন্ত কর্মস্থলে ফিরবেন না। ফলে আগামীকাল ১ অক্টোবর থেকে সারা দেশের প্রায় ১ লাখ ২০ হাজার আউটরিচ ইপিআই টিকাদান কেন্দ্রের কার্যক্রম ও ১২ অক্টোবর শুরু হতে যাওয়া জাতীয় টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন ও অন্যান্য রিপোর্টিং কার্যক্রম অনিশ্চয়তার মুখে পরেছে। আন্দোলনকারীদের দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত কর্মস্থলে ফিরবেন না বলে জানিয়েছেন তারা।
এ ব্যপারে মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) বাংলাদেশ হেলথ এসিস্ট্যান্ট এসোসিয়েশন কেন্দ্রীয় দাবী বাস্তবায়ন সমন্বয় পরিষদ কর্তৃক ঘোষিত কর্মসূচীর অংশ হিসেবে কচুয়া উপজেলা হেলথ এসোসিয়েশন পহেলা অক্টোবর থেকে সকল কার্যক্রম বন্দ রাখার দাবিতে কচুয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ সোহেল রানা বরাবর স্মারকলিপি প্রদান করেন।
এসময় উপস্থিত ছিলেন কচুয়া উপজেলা হেলথ এসোসিয়েশন সভাপতি গোলাম কিবরিয়া, সাবেক সভাপতি জহিরুল ইসলাম খন্দকার, সিনিয়র সহ সভাপতি ফারুক হোসেন, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক কামরুল হোসেন, মাহবুব হোসেন, ইনচার্জ ব্রজ গোপাল পোদ্দার।