
বিশ্ব জলাতঙ্ক দিবস ২০২৫ উপলক্ষে ফরিদগঞ্জে শতাধিক কুকুরকে জলাতঙ্ক টিকা প্রদান করা হয়। ২৭-২৮ সেপ্টেম্বর দুই দিনব্যাপী ফরিদগঞ্জ পৌরসভায় ১০৩ টি কুকুরকে এই জলাতঙ্ক টিকা প্রদান করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সুলতানা রাজিয়ার উদ্যোগে ফরিদগঞ্জ পৌরসভার অর্থায়নে, উপজেলা প্রাণিসম্পদ দপ্তর এবং ফরিদগঞ্জের ভেটেরিনারি হাসপাতালের সার্বিক তত্বাবধানে ফরিদগঞ্জ পৌরসভা এলাকায় পথ কুকুরের জলাতঙ্ক টিকাদান কর্মসূচি বাস্তবায়ন হয়।
কর্মসূচি বাস্তবায়নকালে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার সুলতানা রাজিয়া, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা, ডা: জ্যোতির্ময় ভৌমিক, প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডা: জুবায়ের হাসান তুষার।
টিকাদান কর্মসূচিতে কারিগরি সহায়তা প্রদান করে অভয়ারণ্য ফাউন্ডেশন।