চাঁদপুরের ফরিদগঞ্জ প্রেসক্লাবের মামুনুর রশিদ পাঠানের মা তফুরেন্নেছা আর বেঁচে নেই। শনিবার রাত ৩ টায় ঢাকা বারডেন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯০ বছর। তিনি ৪ ছেলে ও ১ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তিনি ফরিদগঞ্জ পৌর সদর এলাকার দক্ষিণ কাছিয়ারা গ্রামের পাঠান বাড়ির প্রয়াত মো. নুরুল আলম পাঠানের সহধর্মিণী।
তফুরেন ন্নেছার সেজো ছেলে ফরিদগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মো. মামুনুর রশিদ পাঠান বলেন, তার মা বার্ধক্যজনিত কারণে অসুস্থ ছিলেন। শনিবার রাত ৩ টায় তিনি ইন্তেকাল করেন। রবিবার বাদ জোহর নিজ বাড়িতে মরহুমার জানাজা শেষে পারিবারিক গোরস্থানে তাঁকে দাফন করা হয়।
তফুরেন ন্নেছার বড় ছেলে বীর মুক্তিযোদ্ধা ও ব্যাংকার মোহসিন পাঠান, মেজো ছেলে প্রতিষ্ঠিত ব্যবসায়ী ও রাজনীতিবীদ হারুনুর রশিদ পাঠান, সেজো ছেলে ফরিদগঞ্জ প্রেসক্লাবের সভাপতি ও সমাজসেবক মো. মামুনুর রশিদ পাঠান, ছোট ছেলে ফরিদগঞ্জের সাফুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মাহবুব আলম পাঠান। তাই তফুরেন ন্নেছার মৃত্যুর খবরে ফরিদগঞ্জ প্রেসক্লাব, শিক্ষা প্রতিষ্ঠান, ব্যবসায়ী সংগঠক, রাজনৈতিক, সামাজিক সংগঠনে শোকের ছায়া নেমে এসেছে।
এদিকে ফরিদগঞ্জ প্রেসক্লাবের সভাপতির মায়ের মৃত্যুতে ফরিদগঞ্জ প্রেসক্লাবের পক্ষ থেকে গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন ফরিদগঞ্জ প্রেসক্লাবের সিনিয়র সহসভাপতি এমকে মানিক পাঠান, সাধারণ সম্পাদক মো. নুরুল ইসলাম ফরহাদসহ সকল সাংবাদিক বৃন্দ।
এছাড়াও আরো শোক জানিয়েছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির ব্যাংকিং ও রাজস্ব বিষয়ক সম্পাদক চাঁদপুর-৪ ফরিদগঞ্জ আসনের সাবেক এমপি লায়ন মো. হারুনুর রশিদ।

ফরিদগঞ্জ প্রতিনিধি
প্রকাশের সময়: রবিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৫ । ৬:৫৭ অপরাহ্ণ