চাঁদপুরে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ

আলোকিত চাঁদপুর রিপোর্ট
প্রকাশের সময়: রবিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৫ । ৬:১৩ অপরাহ্ণ

বিজয়ী নারী উন্নয়ন সংস্থা এর উদ্যোগে এবং ইনার হুইল ক্লাব অফ আরুশির সার্বিক সহযোগিতায় চাঁদপুর পুরান বাজারে শতাধিক শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে।

রবিবারে পুরান বাজারের ২নং ওয়ার্ডের রনগোয়ালে আলহাফসা দারুল কোরআন ইসলামিয়া মাদ্রাসায় শতাধিক শিক্ষার্থীদের মাঝে ফাইল, খাতা, কলম, পেন্সিল, ইরেজার, শার্পনার, স্কেলসহ নানা রকম শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়।

উক্ত অনুষ্ঠানে বিজয়ীর ফাউন্ডার তানিয়া ইশতিয়াক খান সকল শিক্ষার্থীদের হাতে শিক্ষা সামগ্রী তুলে দেন।

এ সময় উপস্থিত ছিলেন আলহাফসা দারুল কোরআন ইসলামিয়া মাদরাসার পরিচালক মাওলানা আব্দুর রশীদ। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর অনলাইন প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা ও সাধারণ সম্পাদক আশিক খান, শিক্ষক মন্ডলী, বিজয়ীর ভলেনটিয়ার বর্ষা আক্তার, রিয়া আক্তার, সাকিলা আক্তার, সূচনা আক্তার, আমেনা আক্তার, মুন্নি আক্তার, সুমাইয়া আক্তারসহ দেড়শতাধিক ছাত্র ছাত্রী এবং অভিভাবক সহ এলাকার সুধীজন।

সম্পাদক ও প্রকাশক : মো. জাকির হোসেন ।  কপিরাইট © দৈনিক আলোকিত চাঁদপুর

প্রিন্ট করুন