বাগাদী আহমাদিয়া ফাযিল মাদরাসার উপাধ্যক্ষ ডঃ আঃ মান্নান মিয়াজির মা আর নেই

আরাফাত হোসেন
প্রকাশের সময়: রবিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৫ । ২:১৫ পূর্বাহ্ণ

চাঁদপুর সদর উপজেলার শাহ্তলী কামিল (এমএ) মাদরাসার সাবেক মুহাদ্দিস ও বর্তমান বাগাদী আহমাদিয়া ফাযিল মাদরাসার উপাধ্যক্ষ ডঃ আঃ মান্নান মিয়াজির মা আমতাসা বেগম বার্ধক্যজনিত কারনে ইন্তেকাল করেছেন। (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাহি রাজিউন)

শনিবার সন্ধ্যা ৭ টার সময় তিনি চাঁদপুর মতলব উত্তর উপজেলা নিজ বাড়িতে মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ১০২ বছর। মৃত্যুকালে তিনি ছয় ছেলে, এক মেয়ে ও অসংখ্য আত্মীয় স্বজন সহ গুণগ্রাহী রেখে যান।

আজ ২৮ সেপ্টেম্বর রবিবার সকাল ১০ টায় লুদুয়া আহমাদিয়া দাখিল মাদরাসার মাঠ প্রাঙ্গনে মরহুমার জানাজর নামাজ অনুষ্ঠিত হবে।

জানাজার নামাজে অংশগ্রহণ করে মরহুমার রূহের মাগফিরাত কামনার জন্য সকল ধর্মপ্রাণ মুসলিম ভাইদের প্রতি বিনীত অনুরোধ জানিয়েছেন মরহুমার ছেলে উপাধ্যক্ষ ডঃ আঃ মান্নান মিয়াজি।

সম্পাদক ও প্রকাশক : মো. জাকির হোসেন ।  কপিরাইট © দৈনিক আলোকিত চাঁদপুর

প্রিন্ট করুন