মতলবে এনসিপির উঠান বৈঠক ও জুলাই শহীদদের স্মরণে দোয়া

আলআমীন পারভেজ
প্রকাশের সময়: শুক্রবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৫ । ১১:০৪ অপরাহ্ণ

চাঁদপুর জেলার মতলব উত্তরে সাদুল্লাপুর ইউনিয়নের ভান্ডারী বাজারে দুর্নীতি, সন্ত্রাস ও চাঁদাবাজমুক্ত ইনসাফের বাংলাদেশ বির্নিমানে জাতীয় নাগরিক পার্টি এনসিপির উঠান বৈঠক ও জুলাই শহীদদের স্মরণে দোয়া ও মিলাদ অনুষ্ঠিত হয়েছে।

জাতীয় নাগরিক পার্টির মতলব উত্তরের যুগ্ম-সমন্বয়কারী মো: ইমাদুল ইসলাম এর সভাপতিত্বে ও মতলব উত্তরের প্রধান-সমন্বয়কারী মো: নবীর হোসেন এর সঞ্চালনায় বক্তব্য রাখেন জাতীয় নাগরিক পার্টির সদর উপজেলার প্রধান সমন্বয়কারী ও চাঁদপুর জেলা কমিটির যুগ্ম সমন্বয়কারী তামিম খান, জাতীয় নাগরিক পার্টির জেলার যুগ্ম সমন্বয়কারী সাইফুর রহমান গাজী।

আরো বক্তব্য রাখেন জুলাই আন্দোলনে শহীদ হওয়া গজরার রাজিবের আম্মা।

এসময় উপস্থিত ছিলেন এনপিপির বিভিন্ন নেতাকর্মী ও এলাকার সর্বস্তরের জনগণ।

তারপর জুলাই আন্দোলনে শহীদের স্মরণে দোয়া মিলাদের মাধ্যমে অনুষ্ঠানটি সম্পন্ন হয়।

সম্পাদক ও প্রকাশক : মো. জাকির হোসেন ।  কপিরাইট © দৈনিক আলোকিত চাঁদপুর

প্রিন্ট করুন