মতলবে ডা. মো. আব্দুল মোবিনের জনসংযোগ ও পথসভা

আল-আমীন পারভেজ
প্রকাশের সময়: শনিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৫ । ৮:১৮ অপরাহ্ণ

চাঁদপুর-২ (মতলব উত্তর ও দক্ষিণ) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত এমপি পদপ্রার্থী, বিশিষ্ট চিকিৎসক, ইসলামি স্কলার, সমাজসেবক ও রাজনীতিবিদ বীর মুক্তিযোদ্ধা ডাঃ মোঃ আব্দুল মোবিন এর উপস্থিতিতে এক প্রাণবন্ত পথসভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার সকালে মাওলানা আব্দুল আজিজ এর পরিচালনায় পথসভায় কোরআন তেলাওয়াত করেন হাফেজ নাজির আহম্মেদ। উদ্বোধনী বক্তব্য রাখেন ইউনিয়ন সভাপতি হেলাল উদ্দিন।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মতলব দক্ষিণ উপজেলা আমির ও উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুর রশিদ পাটোয়ারী, ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী মোল্লা জুয়েল, ৬নং উপাদী দক্ষিণ ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী মাওলানা আঃ করিম মজুমদার, উলামা বিভাগ ৬ নং উপাদী দক্ষিণ ইউনিয়ন সভাপতি মাওলানা মনির।

প্রধান অতিথির বক্তব্যে ডাঃ মোঃ আব্দুল মোবিন বলেন, মতলবের প্রতিটি ঘরে শান্তি, নিরাপত্তা ও উন্নয়ন পৌঁছে দিতে আমি দৃঢ় প্রতিজ্ঞ। শিক্ষা ও স্বাস্থ্য খাতকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে একটি ন্যায়ভিত্তিক সমাজ গঠনের অঙ্গীকার করছি। জনগণের ভালোবাসা ও সহযোগিতা নিয়ে আমি মাদক ও সন্ত্রাসমুক্ত মতলব গড়তে চাই। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দিয়ে আমাকে বিজয়ী করুন। ইনশাআল্লাহ, আপনাদের আমানতের খেয়ানত করব না।

সম্পাদক ও প্রকাশক : মো. জাকির হোসেন ।  কপিরাইট © দৈনিক আলোকিত চাঁদপুর

প্রিন্ট করুন