ফরিদগঞ্জে প্রান্তিক পেশাজীবি জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে সেমিনার

আনিসুর রহমান সুজন
প্রকাশের সময়: মঙ্গলবার, ২৬ আগস্ট, ২০২৫ । ৭:৫৬ অপরাহ্ণ

বাংলাদেশ প্রান্তিক পেশাজীবি জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন প্রকল্প অবহিতকরণ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার ফরিদগঞ্জ উপজেলা সমাজ সেবা অফিসের আয়োজনে উপজেলা নির্বাহী কর্মকর্তা সুলতানা রাজিয়ার সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক মোঃ নজরুল ইসলাম।

উপজেলা সমাজসেবা কর্মকর্তা মাহমুদুল হাসান এর সঞ্চালনায় বক্তব্য রাখেন রজলণা সমাজসেবা কার্যালয়ের সহকারী (প্রশাসন) বিল্লাল হোসেন খন্দকার, সহকারী পরিচালক (প্রোগ্রাম) রুহুল আমিন বাশির, উপজেলা শিক্ষা কর্মকর্তা শিরিন আক্তার, উপজেলা মৎস্য কর্মকর্তা বেলায়েত হোসেন, ফরিদগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মামুনুর রশিদ পাঠান, সাধারণ সম্পাদক নুরুল ইসলাম ফরহাদ, সাবেক সভাপতি নুরুন্নবী নোমান, সাবেক সাধারণ সম্পাদক প্রবীর চক্রবর্তী, আইসিটি সম্পাদক গাজী মমিন, প্রান্তিক জনগোষ্ঠীর কৃষ্ণকমল দাস, কৃষ্ণ কর্মকার, সঞ্জিত পাল প্রমুখ।

সম্পাদক ও প্রকাশক : মো. জাকির হোসেন ।  কপিরাইট © দৈনিক আলোকিত চাঁদপুর

প্রিন্ট করুন