মতলবে স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

আল-আমীন পারভেজ
প্রকাশের সময়: বৃহস্পতিবার, ২১ আগস্ট, ২০২৫ । ৯:০৩ অপরাহ্ণ

বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চাঁদপুরের মতলব উত্তরে বর্ণাঢ্য আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

২০ আগস্ট দুপুরে উপজেলার কালিপুর বেড়িবাঁধ সড়ক থেকে মিছিলটি শুরু হয়। উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শাহজালাল প্রধানের নেতৃত্বে বর্ণাঢ্য মিছিলটি কালিপুর বাজারে প্রবেশ করে।

আনন্দ মিছিলে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে শতাধিক নেতাকর্মী যোগ দেন। এ সময় অংশগ্রহণকারীরা স্লোগান দিতে দিতে পুরো এলাকা মুখরিত করে তোলেন।

পরে এক সংক্ষিপ্ত সমাবেশে উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শাহজালাল প্রধান বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে উজ্জীবিত হয়ে আমরা গণতন্ত্র রক্ষার আন্দোলনে রাজপথে আছি। সংগঠনের প্রতিটি নেতাকর্মীকে ঐক্যবদ্ধ থেকে আগামী দিনে আন্দোলনকে শক্তিশালী করতে হবে।

সমাবেশে অন্যান্য নেতৃবৃন্দও সংগঠনের প্রতিষ্ঠাবার্ষিকীতে শহীদ জিয়ার রুহের মাগফেরাত কামনা করেন এবং দলীয় কার্যক্রমকে আরও বেগবান করার আহ্বান জানান।

সম্পাদক ও প্রকাশক : মো. জাকির হোসেন ।  কপিরাইট © দৈনিক আলোকিত চাঁদপুর

প্রিন্ট করুন