
জাতীয় মৎস্য সপ্তাহ – ২০২৫ উপলক্ষে হাজীগঞ্জে বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণীর অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
সোমবার সকালে হাজীগঞ্জ উপজেলা পরিষদের সামনে বর্ণাঢ্য সড়ক র্যালি ও উপজেলা পরিষদের পুকুরে পোনামাছ অবমুক্ত করার মাধ্যমে অনুষ্ঠানের উদ্বোধন করেন হাজীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (অতিরিক্ত দায়িত্ব) ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জাবেদ হোসেন চৌধুরী।
পরবর্তীতে উপজেলা পরিষদের হলরুমে উপজেলা মৎস্য কর্মকর্তা এসএম শাহীন হোসেনের সভাপতিত্বে ও মো: বিল্লাল হোসেনের সঞ্চালনায় হাফেজ মোঃ হোসেনের কুরআন তেলওয়াত মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়।
সভায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন হাজীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (অতিরিক্ত দায়িত্ব) ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জাবেদ হোসেন চৌধুরী।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন হাজীগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ হাসিব আবদুল্লাহ, হাজীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি হাসান মাহমুদ, হাজীগঞ্জ থানা উপ-পরিদর্শক জয়নাল আবেদিন, ৬ নং পূর্ব বড়কুল ইউনিয়নের চেয়ারম্যান মুজিবুর রহমান মজিব, হাজীগঞ্জ উপজেলা মৎস্যজীবি দলের সভাপতি মো: ইমাম হোসেন, মৎস্য চাষীদের পক্ষে মো: শহীদুল ইসলাম।
আলোচনা সভা শেষে কৈ মাছ উৎপাদনে হাবিবুর রহমান, কার্প জাতীয় মিশ্র মাছ চাষে শহীদুল্লাহ ও দেশি মাছ চাষে মমতাজ মেম্বারকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ড. আমেনা আক্তার, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার একেএম জাহাঙ্গীর আলম, যুব উন্নয়ন কর্মকর্তা এজিএম তাজুল ইসলাম পাটোয়ারী, কালচোঁ দক্ষিন ইউনিয়নের চেয়ারম্যান গোলাম মোস্তফা স্বপন, হাজীগঞ্জ উপজেলা যুব রেড ক্রিসেন্ট দল, চাঁদপুরের যুব সদস্যরা, মৎস্যজীবী ও মৎস্য চাষীরা।