কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর স্মরণে চাঁদপুর লেখক পরিষদের ‘পাঠ অনুশীলন ও আলোচনা সভা’ অনুষ্ঠিত

আলোকিত চাঁদপুর রিপোর্ট
প্রকাশের সময়: শনিবার, ১৬ আগস্ট, ২০২৫ । ৭:২৫ অপরাহ্ণ

কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর-এর ৮৪তম প্রয়াণ দিবস উপলক্ষে শনিবার বিকালে চাঁদপুর লেখক পরিষদ-এর উদ্যোগে তাঁর সাহিত্যকর্মের উপর ‘পাঠ অনুশীলন ও আলোচনা সভা’ চাঁদপুর সাংস্কৃতিক চর্চা কেন্দ্রে অনুষ্ঠিত হয়।

চাঁদপুর লেখক পরিষদ-এর সভাপতি জাহাঙ্গীর হোসেন এর সভাপতিত্বে ও সহ-সাধারণ সম্পাদক অভিজিৎ আচার্যীর সঞ্চালনায় আলোচক হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর লেখক পরিষদের সাবেক সভাপতি ও নজরুল গবেষক এ এফ এম ফতেউল বারী রাজা, রবীন্দ্র সারথী অধ্যাপক গোলাম মোস্তফা খান ও কথাসাহিত্যিক-কবি শাহমুব জুয়েল।

অন্যান্যের মধ্যে আলোচনা, গান ও কবিতা পাঠ করেন চাঁদপুর লেখক পরিষদের সহ-সাধারণ সম্পাদক অভিজিৎ আচার্যী, বাংলাদেশ মাধ্যমিক সহকারী শিক্ষক সমিতির চাঁদপুর জেলা সাধারণ সম্পাদক মো: মোজাম্মেল হোসেন ঢালী, সংগীতশিল্পী স্বজন সাহা, প্রাবন্ধিক পলাশ কুমার দে, কবি মিজানুর রহমান, চাঁদপুর লেখক পরিষদের নির্বাহী সদস্য ও কথা সাহিত্যিক রাজিব কুমার দাস ও কবি মুহাম্মদ কাওছার আহম্মেদ।

সম্পাদক ও প্রকাশক : মো. জাকির হোসেন ।  কপিরাইট © দৈনিক আলোকিত চাঁদপুর

প্রিন্ট করুন