শাহরাস্তি প্রেসক্লাব নেতৃবৃন্দের সাথে নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তার মতবিনিময়

মোঃ সাখাওয়াত হোসেন হৃদয়
প্রকাশের সময়: মঙ্গলবার, ১২ আগস্ট, ২০২৫ । ১১:৩৪ অপরাহ্ণ

শাহরাস্তি প্রেসক্লাব নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভায় মিলিত হয়েছেন নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজিয়া হোসেন । ১২ আগষ্ট মঙ্গলবার দুপুর ১২ টায় উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজিয়া হোসেন ।

তিনি তার বক্তব্য বলেন, আমি যতদূর জেনেছি এ উপজেলার সাংবাদিকরা প্রশাসন বান্ধব, প্রশাসনকে সহযোগিতার জন্য কাজ করেন, পূর্ববর্তী কর্মকর্তাগন এ উপজেলার গণমাধ্যম কর্মীদের বিষয়ে অবগত করেছেন। আপনারা তাদের যেভাবে সহযোগিতা করেছেন, আমিও অনুরূপ সহযোগিতা আশা করছি। আমাকে আপনারা দোয়া করবেন। আমি যেন আমার উপর অর্পিত দায়িত্ব সুন্দর ও সুচারুভাবে দায়িত্ব পালন করতে পারি। আপনারা আমাকে সহযোগিতা করবেন।

শাহরাস্তি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নোমান হোসেন আখন্দের পরিচালনায় মতবিনিময় সভায় বক্তব্য রাখেন শাহরাস্তি প্রেসক্লাবের সভাপতি মো হাবিবুর রহমান ভুইঁয়া, সিনিয়র সহ-সভাপতি মো: মাসুদ রানা, সাধারণ সম্পাদক নোমান হোসেন আখন্দ, কার্যকরী সদস্য মুক্তিযোদ্ধা ও প্রেসক্লাবের সাবেক সভাপতি কাজী হুমায়ুন কবির।

এ সময় আরো বক্তব্য রাখেন প্রেসক্লাবের সদস্য ডা: দুলাল চন্দ্র ঘোষ, মো: রুহুল আমিন তরুণ, মনিরুজ্জামান শান্ত, মাহবুব হাসান বাবলু, মো: নুরে আলম, মো: হেলাল উদ্দীন, ইমতিয়াজ সিদ্দিকী তোহা, সাখাওয়াত হোসেন হ্নদয় সহ প্রেসক্লাব নেতৃবৃন্দ।

সম্পাদক ও প্রকাশক : মো. জাকির হোসেন ।  কপিরাইট © দৈনিক আলোকিত চাঁদপুর

প্রিন্ট করুন