
বাবুরহাট উচ্চ বিদ্যালয় ও কলেজের স্বনামধন্য শিক্ষক শেখ নজরুল ইসলামকে লাঞ্ছিত করার ঘটনায় গভীর উদ্বেগ ও নিন্দা প্রকাশ করে প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীরা এক প্রতিবাদ সভার আয়োজন করে। কলেজ অধ্যক্ষ মো. মোশারেফ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত ওই সভায় দ্রুত অপরাধীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়।
প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন কলেজ শাখার সিনিয়র প্রভাষক মো. হুমায়ুন কবির, মামুনুর রহমান, নাছরিন আক্তার, মো. রাসেল মিয়া, স্কুল শাখার সহকারী প্রধান শিক্ষক ও চলতি দায়িত্বে থাকা মাহবুবুর রহমান, মো. হাবিবুর রহমান, কিশোর কুমার পাল প্রমুখ।
সভায় বক্তারা বলেন, শেখ নজরুল ইসলাম কলেজ ও স্কুল শাখার সকলের প্রিয় ও শ্রদ্ধাভাজন শিক্ষক, তার প্রতি লাঞ্ছনাকর আচরণ পুরো শিক্ষাঙ্গনের জন্য অপমানজনক।
বক্তারা প্রশাসনের প্রতি জোর দাবি জানিয়ে বলেন, যেন দৃষ্টান্তমূলক শাস্তির মাধ্যমে অপরাধীদের দ্রুত গ্রেপ্তার করা হয় এবং ভবিষ্যতে এমন ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনার পুনরাবৃত্তি রোধ করা যায়। এছাড়া শিক্ষক সমাজের মর্যাদা রক্ষায় কঠোর আইন প্রয়োগের আহ্বান জানান তারা।
প্রতিবাদ সভায় অংশগ্রহণকারী শিক্ষক-কর্মচারীরা ঐক্যবদ্ধ থেকে এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে দ্রুত সুষ্ঠু বিচার কামনা করেন তারা।