শাহমাহমুদপুরে বিএনপি নেতা ও ভগ্নিপতির উপর হামলা

আলোকিত চাঁদপুর রিপোর্ট
প্রকাশের সময়: সোমবার, ২৮ জুলাই, ২০২৫ । ৭:৫২ অপরাহ্ণ

চাঁদপুর সদর উপজেলার ৪নং শাহমাহমুদপুর ইউনিয়নের ৭নং ওয়ার্ড বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও ব্যবসায়ী হানিফ মাহমুদ (হানিফ হাজী) (৩৮) এর উপর হামলা করেছে তার স্ত্রীর ভাই হাবিবুর রহমান মুন্সি ও মাহবুব আলম বাবু।

সোমবার দুপুরে ব্যবসায়ের লেনদেন নিয়ে বাবুরহাট মালের বাড়ির সামনের ভাংগারী দোকানের সামনে এ ঘটনা ঘটে। বর্তমানে তিনি চাঁদপুর সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

আহত হানিফ মাহমুদ জানান, আমার স্ত্রীর ভাই হাবিবুর রহমান মুন্সি, মাহবুব আলম বাবুর নেতৃত্বে আলী হোসেন পাটওয়ারী, আলম হোসেনসহ প্রায় ৮/১০ জন বাবুরহাট এলাকায় আমার উপর হামলা করে। আমার ব্যবসার পিকআপ গাড়ি যার মূল্য আড়াই লক্ষ টাকা ও নগদ সাড়ে ৬ লক্ষ টাকা আত্মসাৎ করার জন্য এ সন্ত্রাসী হামলা করা হয়। আমার উপর হামলা করার জন্য ইউপি সদস্য মনিরুল ইসলাম তাদেরকে নির্দেশ দেন। আমার ব্যবসায় পার্টনার না করায় আমাকে হত্যার উদ্দেশ্যে এ হামলা করা হয়। আমি এ সন্ত্রাসী হামলার বিচার চাই। তবে এ বিষয়ে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

চাঁদপুর সরকারী জেনারেল হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক জানান, আহতের মাথায় ও শরীরের বিভিন্ন অংশে আঘাতের চিহ্ন রয়েছে।

সম্পাদক ও প্রকাশক : মো. জাকির হোসেন ।  কপিরাইট © দৈনিক আলোকিত চাঁদপুর

প্রিন্ট করুন