এম এম নুরুল হকের তৃতীয় মৃত্যু বার্ষিকী উপলক্ষে দোয়া ও বৃত্তি প্রদান

আলোকিত চাঁদপুর রিপোর্ট
প্রকাশের সময়: বৃহস্পতিবার, ২৪ জুলাই, ২০২৫ । ৮:১২ অপরাহ্ণ

চাঁদপুর সদর উপজেলার আশিকাটি ইউনিয়নের এম এম নুরুল হক উচ্চ বিদ্যালয়, মনজুরা ইসলামীয়া মাদ্রাসা, আল আরাফাহ জামে মসজিদ, নুরুল হক ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা আলহাজ্ব এম এম নুরুল হক এর তৃতীয় মৃত্যু বার্ষিকী উপলক্ষে র‍্যালি স্মরণ সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার দুপুর ১২টায় বিদ্যালয়ের মনজুরুল হক শোয়েব মিলনায়তনে বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাখাওয়াত হোসেন পাটওয়ারীর সভাপতিত্বে সহকারী শিক্ষক ফয়েজ আহমেদের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মনজুরুল হক শোয়েব। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন যব উন্নয়নের কো-অডিনেটর কফিল উদ্দিন, এম এম নুরুল হক উচ্চ বিদ্যালয়ের শিক্ষা উপদেষ্টা লেখক জেসমিন মুন্নী, আশিকাটি ইউনিয়ন জামায়েতের সাধারণ সম্পাদক শাহজান হোসেন, বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য সেলিম পাটওয়ারী বাবুল, সহকারী প্রধান শিক্ষক আহসান আলী, সমাজ সেবক মোঃ মনির হোসেন মিজি।

স্মরন সভা শেষে এম এম নুরুল হক ফাউন্ডেশনের উদ্যােগে অত্র বিদ্যালয়ের মেধাবী ছাত্র-ছাত্রীদের মাঝে বৃত্তি প্রদান করা হয়। বৃত্তি প্রদান করেন মনজুরুল হক শোয়েব ও জেসিমন মিন্নী।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেওলায়াত করেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক আবদুল্লা আল মানুন।

দোয়ানুষ্ঠানে মাইলস্টোন স্কুল এন্ড কলেজে নিহতদের রুহের মাগফিরাত কামনা ও আহতদের সুস্থ্যতার জন্য দোয়া করা হয়।

সম্পাদক ও প্রকাশক : মো. জাকির হোসেন ।  কপিরাইট © দৈনিক আলোকিত চাঁদপুর

প্রিন্ট করুন