শহীদদের স্মৃতি বুকে ধারন করতেই বৃক্ষ রোপন: ইউএনও আমজাদ হোসেন

মোঃ রবিউল আলম
প্রকাশের সময়: রবিবার, ২০ জুলাই, ২০২৫ । ৯:২৩ অপরাহ্ণ

জুলাই আন্দোলনে বীর শহীদদের স্মরণে জাতীয় কর্মসূচির অংশ হিসেবে সারা দেশের ন্যায় মতলব দক্ষিণ উপজেলায়ও বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়েছে।

মতলব দক্ষিণ উপজেলা প্রশাসনের আয়োজনে জুলাই পুণর্জাগরণ অনুষ্ঠানমালার “এক শহীদ, এক বৃক্ষ” কর্মসূচি পালন উপলক্ষে শনিবার মতলব দক্ষিণ উপজেলার যারা জুলাই গণঅভ্যুত্থানে শহীদ হয়েছেন তাদের কবরস্থান ও শ্মশানের পাশে বৃক্ষরোপণ করেন মতলব দক্ষিণ উপজেলা নির্বাহী অফিসার আমজাদ হোসেন । বৃক্ষরোপণ শেষে জুলাই শহীদদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার আমজাদ হোসেন বলেন, শহীদদের স্মৃতি বুকে ধারন করতেই বৃক্ষ রোপন। ‘গাছ লাগিয়ে যত্ন করি, সুস্থ প্রজন্মের দেশ গড়ি’—এই স্লোগানকে সামনে রেখে মতলব দক্ষিণ উপজেলার দুই শহিদের নামে বৃক্ষরোপণ করা হয়েছে। এই উদ্যোগ শুধু পরিবেশের ভারসাম্য রক্ষায় ভূমিকা রাখবে না, শহিদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতেও এটি একটি গুরুত্বপূর্ণ নিদর্শন হয়ে থাকবে।

তিনি আরও বলেন, মতলবের পরিবেশ সুরক্ষায় এবং শহিদদের আত্মত্যাগ স্মরণে প্রতিবছরই এ ধরনের কর্মসূচি জোরদার করা প্রয়োজন। জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠানমালার অংশ হিসেবেই এই কর্মসূচি গ্রহণ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী মেহেদী হাসান, কৃষি সম্প্রসারণ অফিসার মোঃ মোতাসিন হোসেন, উপাদী উত্তর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ শহীদ উল্ল্যাহ প্রধান এবং উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, মতলব দক্ষিণ থানা পুলিশের সদস্যবৃন্দ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধিবৃন্দ, শহীদ পরিবারের সদস্যবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

সম্পাদক ও প্রকাশক : মো. জাকির হোসেন ।  কপিরাইট © দৈনিক আলোকিত চাঁদপুর

প্রিন্ট করুন