
শাহরাস্তি প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক সৈয়দ আমরুজ্জামান সবুজের মৃত্যুতে এক শোকসভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ১৬জুলাই বুধবার বাদ যোহর শাহরাস্তি পৌরসভার মেহের কালীবাড়ি বাজারের শাহরাস্তি প্রেসক্লাবের কার্যালয়ে মরহুমের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া এবং তাঁর সাংবাদিকতাজীবনের অবদান স্মরণ করা হয়।
শাহরাস্তি প্রেসক্লাবের সভাপতি হাবিবুর রহমান ভূঁইয়ার সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন চেড়িয়ারা স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ ও সাংবাদিক নেতা হাজী মোঃ আবুল কালাম, বীর মুক্তিযোদ্ধা ও সাংবাদিক নেতা কাজী হুমায়ুন কবির, প্রেসক্লাব কার্যকরী সদস্য ডাঃ দুলাল চন্দ্র ঘোষ, সহ-সভাপতি মোঃ মাসুদ রানা, সাধারণ সম্পাদক নোমান হোসেন আখন্দ, সহ সাংগঠনিক সম্পাদক খন্দকার মনিরুজ্জামান শান্ত, যুগ্ম সম্পাদক মফস্বল সাংবাদিক ফোরামের সাধারন সম্পাদক মোঃ রুহুল আমিন তরুণ, উপজেলা মিডিয়া ফোরামের সভাপতি মোঃ শাহ আলম, প্রেসক্লাবের দপ্তর সম্পাদক মোঃ নুরে আলম, সদস্য ও মফস্বল সাংবাদিক ফোরামের সাংগঠনিক সম্পাদক রাফি হাসান হামজা, প্রেসক্লাবের সদস্য জাকির হোসেন নয়ন, মোহাম্মদ হেলাল উদ্দিন দুলাল, মোঃ শাখাওয়াত হোসেন হৃদয়, গিয়াস উদ্দিন, জাকারিয়া প্রমুখ।
এছাড়া মরহুমের একমাত্র পুত্র রাকিব ও মেজ ও ছোট জামাতা উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, সৈয়দ আমরুজ্জামান সবুজ গত ১৩ জুলাই দিবাগত রাত ১২টা ৪৫ মিনিটে রাজধানী ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি দীর্ঘদিন ধরে ফুসফুসের ক্যান্সারে ভুগছিলেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল প্রায় ৬৮ বছর। তিনি স্ত্রী, তিন কন্যা, এক পুত্রসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
শাহরাস্তি প্রেসক্লাব তিনদিন ব্যাপী কর্মসূচির শেষ দিনের অনুষ্ঠানের মিলাদ মাহফিল পরিচালনা করেন আয়েশা জামে মসজিদের খতিব মাওলানা মোঃ শাহজাহান।