চাঁদপুরে রেল সড়কের পাশে অবৈধ স্থাপনা উচ্ছেদ

আলোকিত চাঁদপুর রিপোর্ট
প্রকাশের সময়: মঙ্গলবার, ১৫ জুলাই, ২০২৫ । ৬:৪০ অপরাহ্ণ

চাঁদপুর শহরের ছায়াবানী রেল সড়কের একপাশে গড়ে ওঠা অবৈধ ব্যবসা প্রতিষ্ঠানগুলো উচ্ছেদ করেছে চাঁদপুর পৌরসভা। মঙ্গলবার সকাল থেকে দুপুর পর্যন্ত পরিচালিত এই অভিযানে প্রধান সড়কের পাশের এবং রেলওয়ের জায়গায় গড়ে ওঠা ১০টি দোকানপাট ও স্থাপনা সরিয়ে নেওয়া হয়।

অভিযান পরিচালনা করেন পৌরসভার কর্মকর্তা ও কর্মচারীরা, সঙ্গে ছিলেন আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যরাও। এ সময় উচ্ছেদ কার্যক্রমে বাধা দেয় চাঁদপুর রেলওয়ে কর্তৃপক্ষ। এতে পৌরসভা কর্মকর্তা ও রেলওয়ে কর্মকর্তাদের মধ্যে বাকবিতণ্ডা এবং হট্টগোলের সৃষ্টি হয়। শেষ পর্যন্ত দ্রুততার সঙ্গে উচ্ছেদ অভিযান সম্পন্ন করা হয়।

চাঁদপুর পৌরসভার নির্বাহী প্রকৌশলী সুজিত কুমার বড়ুয়া জানান, সাবেক মেয়রের সময় ছায়াবানী রেলপথের পাশ দিয়ে নতুন সড়ক নির্মাণের পরিকল্পনা নেওয়া হয়েছিল। আগের প্রকল্পের অংশ হিসেবেই এসব অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। তাদের অভিযোগ, রেল কর্তৃপক্ষ অযৌক্তিকভাবে এই উচ্ছেদ অভিযানে বাধা দিয়েছে।

সম্পাদক ও প্রকাশক : মো. জাকির হোসেন ।  কপিরাইট © দৈনিক আলোকিত চাঁদপুর

প্রিন্ট করুন