
চাঁদপুর সদর উপজেলার বালিয়া ইউনিয়নের মধ্য বালিয়া বনাম পূর্ব বালিয়া স্পোর্টিং ক্লাবের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বিকেলে বালিয়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের মাঠে আয়োজিত ফুটবল খেলায় যুব সমাজকে খেলার প্রতি আগ্রহী করার লক্ষ্যে এই টুর্নামেন্টের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিশিষ্ট সমাজসেবক ও ক্রীড়ানুরাগী মো: শাহাদাত হোসেন মারুফ।
এসময় তিনি বলেন, একমাত্র নিয়মিত খেলাধুলাই পারে একজন যুবককে মন্দ কাজ থেকে বিরত রাখতে। নিয়মিত খেলার চর্চা করলে শরীর যেমন ভালো থাকে তেমনি ভাবে সকল কাজেও উদ্যোমী হওয়ার শক্তিও পাওয়া যায়। একটি মেধাবী জাতি গড়তে হলে নিয়মিত খেলার কোন বিকল্প নেই।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক ও ক্রীড়ানুরাগী মো: আরিফুল ইসলাম রুবেল।এসময় আরো উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপির ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দসহ স্থানীয় এলাকাবাসী।
ফুটবল টুর্নামেন্টে মধ্য বালিয়া স্পোর্টিং ক্লাব দল ১-০ গোলে পূর্ব বালিয়া স্পোর্টিং ক্লাব দলকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়।