চাঁদপুর জেলা তাঁতীদলের সাবেক নেতৃবৃন্দের মতবিনিময় সভা

জাহাঙ্গীর আলম রাজু
প্রকাশের সময়: শুক্রবার, ৪ জুলাই, ২০২৫ । ১:১৪ পূর্বাহ্ণ
জাতীয়বাদী তাঁতীদল চাঁদপুরস্থ কেন্দ্রীয় সদস্যবৃন্দ ও চাঁদপুর জেলা তাঁতীদলের সাবেক নেতৃবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
আগামী নির্বাচনে চাঁদপুর জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিককে সার্বিক সহযোগীতা ও তার হাতকে শক্তিশালী করার লক্ষ্যে ৩ জুলাই বৃহস্পতিবার বিকেলে চাঁদপুর শহরের ফয়সাল শপিং কমপ্লেক্সের ৩য় তলায় বৈশাখী চাইনিজ রেষ্টুরেন্টে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এছাড়াও মতবিনিময় সভায় চাঁদপুর জেলা তাঁতীদল কমিটি ও তার অধীনস্থ সকল কমিটি বিলুপ্ত করায় নতুন করে কিভাবে কমিটি করা যায় সে বিষয়েও ব্যাপক আলোচনা করা হয়।
মতবিনিময় সভায় বক্তব্য রাখেন জাতীয়বাদী তাঁতীদল কেন্দ্রটি কমিটির সদস্য মো. আবুল কালাম, চাঁদপুর জেলা তাঁতীদলের সাবেক যুগ্ম-আহবায়ক সফিকুর রহমান পাটওয়ারী, আরিফ ইকবাল নিটু তালুকদার, মনির হোসেন প্রধানীয়া, নার্গিস কবির খান, অলি উল্যাহ ছৈয়াল, আসাদুজ্জামান ইলিয়াস পাটওয়ারী।
চাঁদপুর জেলা তাঁতীদলের সাবেক যুগ্ম-আহবায়ক আলহাজ্ব মো. আশ্রাফুল আমিন মজুমদারের পরিচালনায় আরো বক্তব্য রাখেন, হাইমচর উপজেলা তাঁতীদলের সাবেক সভাপতি হান্নান গাজী, সাবেক সাধারণ সম্পাদ্ক সবুজ মিয়া, চাঁদপুর সদর উপজেলার সাবেক সদস্য সচিব মো. সোহেল মাঝি, কচুয়া উপজেলার সাবেক আহবায়ক কবির হোসেন মেম্বার, ছেঙ্গারচর পৌর তাঁতীদলের সাবেক সাধারণ সম্পাদক গর্জন সরকার, মতলব দক্ষিণ উপজেলার সাবেক সভাপতি হাজী ইলিয়াস মিজি, ফারিদগঞ্জ উপজেলার সাবেক সাংগঠনিক সম্পাদক দুলাল মিয়াজী, হাজীগঞ্জ উপজেলার সাবেক সাংগঠনিক সম্পাদক কামাল হোসেন প্রমূখ।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা তাঁতীদলের সাবেক যুগ্ম-আহ্বায়ক মো. মজিবুর রহমান গাজী, তাঁতীদল নেতা হযরত আলী, উম্মে কুলসুমা, খাদিজা আক্তার প্রমুখ।
সভায় বক্তরা বলেন, আজকে আমাদের সভার মূল উদ্দেশ্য হলো চাঁদপুর জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক ভাই আগামী ১৭ বছর জেল-জুলুম, মামলা-হামলার ও নির্যাতনের শিকার হয়ে দল পরিচালনা করেছেন। বহু ত্যাগ শিকারের পরও বর্তমানে একটি চক্র জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিকের বিরুদ্ধে বিভিন্ন প্রভাকান্ড চালাচ্ছে। আমরা এর প্রতিবাদ জানিয়ে আগামী জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর-৩ আসনে জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক ভাইকে নির্বাচিত করতে তাঁতীদলের সকল নেতাকর্মী ঐক্যবদ্ধ ভাবে কাজ করে যাবে।
সম্পাদক ও প্রকাশক : মো. জাকির হোসেন ।  কপিরাইট © দৈনিক আলোকিত চাঁদপুর

প্রিন্ট করুন