আন্তর্জাতিক মঞ্চে ‘বঙ্গরত্ন সম্মান’ পেলেন চাঁদপুরের কৃতিসন্তান অভিনেতা শান্ত চন্দ্র সূত্রধর

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: রবিবার, ২৯ জুন, ২০২৫ । ৭:১৫ অপরাহ্ণ

গৌরবের আরেক অধ্যায় সংযোজন করলেন চাঁদপুরের উদীয়মান নাট্যব্যক্তিত্ব ও অভিনেতা শান্ত চন্দ্র সূত্রধর। ২৮ ও ২৯ জুন কলকাতার আইসিসিআর (ICCR)-এ অনুষ্ঠিত আন্তর্জাতিক সাংস্কৃতিক অনুষ্ঠান “Bangashree 2025”-এ তাঁকে ‘বঙ্গরত্ন সম্মান’ (Banga Ratna Samman) প্রদান করা হয়।

Cultural Development Foundation আয়োজিত এই আন্তর্জাতিক মেগা নৃত্য ও সঙ্গীত উৎসবে দেশ-বিদেশের বহু গুণী শিল্পীর উপস্থিতিতে শান্ত চন্দ্র সূত্রধর তাঁর দীর্ঘ ১৬ বছরের মঞ্চ এবং মিডিয়া-সংগ্রামের স্বীকৃতি হিসেবে এই সম্মান গ্রহণ করেন।

তিনি ICCR (Indian Council for Cultural Relations) এর আন্তর্জাতিক শিক্ষাবৃত্তি প্রাপক (Scholar) হিসেবে কলকাতার অন্যতম ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়-এর নাটকের উপর স্নাতক (Honours) সম্পন্ন করেছেন। বর্তমানে তিনি স্নাতকোত্তর পর্যায়ের চূড়ান্ত ধাপে রয়েছেন এবং আগামী এক মাসের মধ্যেই তাঁর মাস্টার্সের পাঠক্রম আনুষ্ঠানিকভাবে সম্পূর্ণ হবে।

শান্ত সূত্রধর কেবল অভিনয়ে নয়, তাঁর নাট্যচর্চা ও দক্ষতার বিকাশে বাংলাদেশ, ভারত, নরওয়ে ও অন্যান্য দেশের খ্যাতনামা প্রশিক্ষকদের নিকট থেকে নাটক, অভিনয় ও শিল্প-সম্পর্কিত প্রশিক্ষণ গ্রহণ করেছেন। এই বহুমাত্রিক শিক্ষাজ্ঞানের প্রতিফলন তাঁর কাজের প্রতিটি পরতে পরতে অনুভূত হয়।

সম্প্রতি, তিনি অভিনীত “উড়াল” নামে একটি সিনেমা মুক্তি পেতে যাচ্ছে, যার পরিচালনায় রয়েছেন জোবাইদুর রহমান। এই ছবিতে শান্ত সূত্রধরকে কেন্দ্রীয় একটি চরিত্রে দেখা যাবে, যা তাঁর অভিনয়জীবনের আরেকটি গুরুত্বপূর্ণ মাইলফলক হয়ে উঠতে চলেছে।

শান্ত সূত্রধরের অভিনয়-জীবনের সূচনা চাঁদপুরের ঐতিহ্যবাহী নাট্যসংগঠন বর্ণচোরা নাট্যগোষ্ঠী-র মাধ্যমে।

তার অভিনয়ের হাতে খড়ি হয় চাঁদপুরের খ্যাতিমান নাট্যনির্দেশক ও অভিনেতা শরীফ চৌধুরী-র হাতে।

নাটকের উপর উচ্চতর শিক্ষাবৃত্তি এবং কলকাতা, চাঁদপুর ও বাংলাদেশের নানা প্রান্তে একাধিক নাট্যপ্রযোজনায় তাঁর সফল অভিনয় ও সংশ্লিষ্টতা তাঁকে এনে দিয়েছে সম্মান ও দর্শকপ্রশংসা, যার ধারাবাহিকতায় এবার তিনি পেয়েছেন আন্তর্জাতিক মঞ্চে ‘বঙ্গরত্ন সম্মান’।

তাঁর পিতা সাংবাদিক লক্ষণ চন্দ্র সূত্রধর চাঁদপুরের একজন বিশিষ্ট গণমাধ্যমকর্মী এবং চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক হিসেবে সুপরিচিত।

এই গৌরবময় সম্মাননা প্রদান করেন উৎসব পরিচালক ডঃ উপেন্দ্র কুমার শর্মা, যিনি ইউনেস্কোর CID-এর আন্তর্জাতিক নৃত্য পরিষদের সদস্য এবং India Chapter-এর প্রেসিডেন্ট।

শান্ত সূত্রধর বলেন, এই সম্মান শুধু আমার ব্যক্তিগত প্রাপ্তি নয়, বরং আমার চাঁদপুর শহরের, আমার শিক্ষক, সহশিল্পী ও শুভানুধ্যায়ীদের সম্মান। বাংলা নাটক ও সংস্কৃতিকে বিশ্বদরবারে তুলে ধরাই আমার ভবিষ্যতের পথ।”

সম্পাদক ও প্রকাশক : মো. জাকির হোসেন ।  কপিরাইট © দৈনিক আলোকিত চাঁদপুর

প্রিন্ট করুন