
চাঁদপুরের কচুয়া উপজেলার ঐতিহ্যবাহী সাচার জগন্নাাথ ধাম অঙ্গনে ভারতীয় উপ-মহাদেশের অন্যতম দ্বিতীয় বৃহত্তম শ্রী-শ্রী জগন্নাথ দেবের ১৫৮তম রথযাত্রা শুক্রবার হতে শুরু হচ্ছে। হিন্দু সম্প্রদায়ের এ প্রাণের উৎসব রথযাত্রাকে ঘিরে সাচার এলাকার হিন্দু লোকজনের মধ্যে ব্যাপক প্রাণ চাঞ্চল্য দেখা দিয়েছে।
প্রায় মাস ব্যাপী এ রথযাত্রা ও মেলাকে সফল ও শান্তিপূর্ণ ভাবে পালনের লক্ষ্যে স্থানীয় প্রশাসন ও আয়োজক কমিটি ব্যাপক কর্মসূচী গ্রহণ করেছে। রথযাত্রা উৎসব উপলক্ষে বাংলাদেশসহ পার্শ্ববর্তী ভারত থেকে বহু সংখ্যক ভক্তবৃন্দ ও বিভিন্ন শ্রেণির লোকজন কচুয়ার ঐতিহ্যবাহী সাচার এলাকায় আসতে শুরু করেছে। প্রতি বছরের ন্যায় এবারও রথযাত্রাকে শান্তিপূর্ণ ভাবে উদযাপনের জন্য সাচার জগন্নাথ ধাম পূজা ও সাংস্কৃতিক সংঘ বিশেষ ব্যবস্থা গ্রহন করেছে।
শুক্রবার বিকেল ৪টায় জগন্নাথ দেবের প্রথম রথযাত্রা ভক্তবৃন্দরা পূজা, অর্চনা ও অর্ঘ্য দিয়ে রথ শোভাযাত্রা টেনে নিবেন এবং এক সপ্তাহ পর অর্থাৎ আগামী শুক্রবার বিকেলে অনুরূপ ভক্তবৃন্দ রথ টেনে পূর্বের জায়গায় নিয়ে সমাপ্ত করবেন। এদিকে প্রায় মাসব্যাপী এ রথযাত্রাকে ঘিরে সাচার উচ্চ বিদ্যালয় এলাকা, মন্দির ও মেইন সড়ক এলাকার দু-পাশে দেশের বিভিন্ন স্থান থেকে আগত ব্যবসায়ীরা বিভিন্ন পসরা সাজিয়ে দোকান দিয়েছেন। অন্যান্য বছরের ন্যায় এ বছর বিভিন্ন দোকান-স্টল লক্ষ্য করা গেছে। দোকানগুলোর মধ্যে রয়েছে মিষ্টি, ফার্নিচার, খেলনা সামগ্রী, কসমেটিক্সসহ হরেক রকম দোকান সাজানো হয়েছে।
আবহাওয়া অনুকুলে থাকলে এবারো এ রথযাত্রায় লক্ষ লক্ষ ভক্ত সমাগমের আশঙ্কা করছে রথযাত্রা আয়োজক কমিটি।
সংঘের সভাপতি বাবু বটু কৃষ্ণ বসু জানিয়েছেন, রথযাত্রা সফল ভাবে সম্পন্ন করার লক্ষ্যে আমাদের প্রস্ততি রয়েছে। কিন্তু ভালভাবে এ রথযাত্রা সফল করতে প্রশাসন, রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, মিডিয়া কর্মী ও এলাকার সর্বস্তরের মানুষের সার্বিক সহযোগিতা কামনা করছি।