মতলব উত্তরে বিজিবি’র ঘরে দুর্ধর্ষ চুরি

আলআমীন পারভেজ
প্রকাশের সময়: বুধবার, ২৫ জুন, ২০২৫ । ৭:৫১ অপরাহ্ণ

চাঁদপুর জেলার মতলব উত্তর উপজেলার দুর্গাপুর ইউনিয়নের পূর্ব কলসভাঙ্গা গ্রামের মাওলানা বদিউজ্জামান বাহারের মাদ্রাসার সামনে প্রধান বাড়ির বিজিবি মোঃ নাঈম এর ঘর থেকে ২৪ জুন মঙ্গলবার রাতে ঘরের তালা ভেঙ্গে ও শাবল দিয়ে স্টিলের আলমারি চূর্ণ-বিচূর্ণ করে মালামাল চুরি করে নিয়ে যায় দুর্বৃত্তরা।

উল্লেখ্য, বিজিবিতে চাকরির সুবাধে মোঃ নাঈম পরিবারসহ বর্তমানে ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি) তে বসবাস করছেন। সঙ্গত কারণেই বাড়িতে কেহই থাকেন না।

তিনি জানান, ২৪ জুন মঙ্গলবার রাত পৌনে ১০ টায় পাশের বাড়ির এক লোক ফোন করে তাকে জানায় তার ঘরের দরজা খোলা। পরবর্তীতে খোঁজ নিয়ে জানতে পারেন তার ঘরের তালা ভেঙ্গে এবং আলমারি সাবাল দিয়ে চূর্ণ-বিচূর্ণ করে মালামাল নিয়ে যান চোরের দল।

মোঃ নাঈম নিশ্চিন্তপুর ডিগ্রি কলেজের ২০১৩ ব্যাচের শিক্ষার্থী ছিলেন। তিনি জানান, তার জানামতে তার সাথে কারো বিশেষ কোন ধরনের শত্রুতা নেই। তিনি বাড়িতে এসে আইনগত ব্যবস্থা নেবেন তার মালামাল উদ্ধারের জন্য। সুতরাং এলাকাবাসী ও প্রশাসনের লোকের কাছে তিনি এ ব্যাপারে সহযোগিতা কামনা করেছেন।

সম্পাদক ও প্রকাশক : মো. জাকির হোসেন ।  কপিরাইট © দৈনিক আলোকিত চাঁদপুর

প্রিন্ট করুন