চাঁদপুরে স্বাস্থ্য সহকারীদের অবস্থান কর্মসূচি পালিত

আলোকিত চাঁদপুর রিপোর্ট
প্রকাশের সময়: মঙ্গলবার, ২৪ জুন, ২০২৫ । ৭:১৭ অপরাহ্ণ

চাঁদপুর সদর উপজেলা স্বাস্থ্য সহকারীদের সংগঠন ‘বাংলাদেশ হেলথ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশন’- এর কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে মঙ্গলবার (২৪ জুন) সকালে অবস্থান কর্মসূচি পালন করেছে চাঁদপুর সদর হেলথ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশন। চাঁদপুর সদর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।

চাঁদপুর সদর হেলথ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশনের সভাপতি মোঃ ওমর ফারুক এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক রাবেয়া আক্তারের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর জেলা হেলথ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশনের সভাপতি মোঃ জাহাঙ্গীর আলম।

এছাড়াও বক্তব্য রাখেন সাবেক সভাপতি মাসুদুর রহমান, সহ-সভাপতি আলমগীর কবির, অর্থ সম্পাদক বিএম রোকনুল ইসলাম, উপজেলা সাংগঠনিক সম্পাদক ইয়াছমিন আক্তার, সিনিয়র সহ-সভাপতি ফরহাদ হোসেন, সাবেক সাধারণ সম্পাদক জাফর আলী গাজী, সহ-সভাপতি হারুন রশীদ, ফারহানা শিকদার, নুরে আলম, যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তাকিম খান, আইরিন পারভীন, সাবেক সাংগঠনিক সম্পাদক মাহমুদুল হাসান, অর্থ সম্পাদক জাহাঙ্গীর আলম, দপ্তর সম্পাদক এম এ মান্নান বেপারী, মহিলা সম্পাদক সেলিনা আক্তার, ক্রীড়া সম্পাদক কমল চন্দ্র দাস এবং সম্মানিত সদস্য রাজিয়া সুলতানা।

কর্মসূচিতে উপজেলার সকল স্বাস্থ্য সহকারী, সহকারী স্বাস্থ্য পরিদর্শক ও স্বাস্থ্য পরিদর্শকগণ উপস্থিত ছিলেন।

নেতৃবৃন্দ তাঁদের বক্তব্যে সরকারের প্রতি ছয় দফা দাবি দ্রুত বাস্তবায়নের আহ্বান জানান।

দাবিসমূহের মধ্যে রয়েছে:
১. নিয়োগবিধি সংশোধন করে শিক্ষাগত যোগ্যতা স্নাতক/সমমান নির্ধারণপূর্বক ১৪তম গ্রেড প্রদান।
২. ইন সার্ভিস ডিপ্লোমা প্রশিক্ষণের মাধ্যমে টেকনিক্যাল পদমর্যাদা এবং ১১তম গ্রেডে বেতন স্কেল উন্নীতকরণ।
৩. পদোন্নতির ক্ষেত্রে ধারাবাহিকভাবে উচ্চতর গ্রেড নিশ্চিত করা।
৪. পূর্বের নিয়োগবিধি অনুযায়ী নিযুক্ত কর্মরতদের অভিজ্ঞতার ভিত্তিতে স্নাতক পাস স্কেলে আত্মীকরণ।
৫. টাইম স্কেল বা উচ্চতর গ্রেড প্রাপ্তদের তা পুনঃনির্ধারিত বেতন স্কেলের সাথে যুক্ত করা।
৬. সকল পর্যায়ে ন্যায্য পদোন্নতি ও স্বীকৃতি নিশ্চিত করা।
নেতৃবৃন্দ হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, দাবিগুলো দ্রুত বাস্তবায়ন না হলে পরবর্তীতে আরও কঠোর কর্মসূচি গ্রহণ করা হবে।

সম্পাদক ও প্রকাশক : মো. জাকির হোসেন ।  কপিরাইট © দৈনিক আলোকিত চাঁদপুর

প্রিন্ট করুন