
চাঁদপুরের ৩ শিক্ষার্থীর স্বপ্ন পূরণে জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন আর্থিক সহায়তা প্রদান করেছেন।
সোমবার সকালে জেলা প্রশাসক কার্যালয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি ইচ্ছুক চাঁদপুরের ৩ শিক্ষার্থীদের মাঝে আর্থিক সহায়তা হিসেবে নগদ ৬৫ হাজার টাকা শিক্ষার্থীদের হাতে তুলে দেন জেলা প্রশাসক।
এসময় চাঁদপুর সদরের আলিমপাড়ার শিক্ষার্থী সুমাইয়া আফরোজ ও মিশন রোড এলাকার সিনহা আক্তারকে ২৫ হাজার টাকা করে ৫০ হাজার এবং মতলব উত্তরের বালুচর গ্রামের রাশেদুল ইসলামকে ১৫ হাজার টাকাসহ ৩ জনকে ৬৫ হাজার টাকা প্রদান করা হয়। তারা সবাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী।
জেলায় অর্থ সংকটে পড়া শিক্ষার্থীদের পাশে সবসময় থাকবেন বলে জানান জেলা প্রশাসক।