শাহরাস্তিতে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান

শাখাওয়াত হোসেন হৃদয়
প্রকাশের সময়: মঙ্গলবার, ১৭ জুন, ২০২৫ । ১০:১১ অপরাহ্ণ

শাহরাস্তিতে চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের দুপাশে অবৈধভাবে গড়ে ওঠা প্রায় তিন শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে চাঁদপুর সড়ক ও জনপথ বিভাগ। মঙ্গলবার (১৭ জুন) সকাল থেকে উপজেলার উয়ারুক বাজারে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।

এই অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নিগার সুলতানা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নিরুপম মজুমদার।

আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখতে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাসারের নেতৃত্বে বিপুল সংখ্যক পুলিশ ও সেনা সদস্য মোতায়েন করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা নিগার সুলতানা জানান, সড়ক ও জনপথ বিভাগের জায়গা দখল করে কিছু লোক স্থায়ী ইমারত নির্মাণ করে ব্যবসা পরিচালনা করে আসছেন। তাদেরকে বারবার বলা হলেও স্থাপনা সরিয়ে নেননি। তাই যানজট নিরসন ও জনসাধারণের চলাচলের জন্যে সরকারি সম্পত্তি পুনরুদ্ধার করা হচ্ছে।

দুপুরের পরে উপজেলার শাহরাস্তি গেইট ও কালিয়াপাড়া এলাকায় অবৈধ স্থাপনা উচ্ছেদ পরিচালিত হয়। সব মিলিয়ে প্রায় ৫ শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে বলে জানা যায়।

সম্পাদক ও প্রকাশক : মো. জাকির হোসেন ।  কপিরাইট © দৈনিক আলোকিত চাঁদপুর

প্রিন্ট করুন