
চাঁদপুরে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রে চাঁদপুর সদরে শারীরিক প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরন করা হয়েছে।
মঙ্গলবার বিকালে জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গণে উক্ত হুইলচেয়ার বিতরন অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ২৬ জন শারিরীক প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ করেন জেলা প্রশাসক মোহাম্মদ মুহসীন উদ্দিন।
এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী অফিসার সাখাওয়াত জামিল সৈকত, ডিডি সমাজসেবক নজরুল ইসলাম, জেলা প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা সুমন কুমার নন্দী কনসালটেন্ট ফিজিওথেরাপি ডাক্তার মেহেদী হাসান সহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।