
কৃষি বিপণন অধিদপ্তর চাঁদপুর জেলা কার্যালয়ের উদ্যোগে আলুর বহুমুখী ব্যবহার, সংরক্ষণ ও বিপণন উন্নয়ন প্রকল্পের আওতায় আলুর প্রক্রিয়াজাতকরন উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ কর্মসূচীর সমাপনী এবং উদ্যোক্তাদের মাঝে যন্ত্রপাতি বিতরণ করা হয়।
সোমবার চাঁদপুর রোটারী ক্লাবের সেমিনার হল রুমে ৫০ জন প্রশিক্ষণার্থী নিয়ে আলুর প্রক্রিয়াজাতকরণ উদ্যোক্তা উন্নয়ন ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এই প্রশিক্ষণের আয়োজন করা হয়।
উক্ত অনুষ্ঠানে চাঁদপুরের কৃষি বিপনন কর্মকর্তা মোঃ মাসুদ রানার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রকল্প পরিচালক মোঃ আনোয়ারুল হক এবং বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপপরিচালক মোহাম্মদ সিরাজ উদ্দিন হোসেন।
এ সময়ে উপস্থিত উদ্যোক্তাদের অভিনন্দন জানিয়ে প্রধান অতিথি মোঃ আনোয়ারুল হক বলেন, বর্তমান সময়ে বিশ্ব দরবারে নারীর ক্ষমতায়নে সরকারের ভূমিকা সর্বাধিক লক্ষ্যণীয়। বাংলাদেশসহ বিশ্বের অধিকাংশ দেশ নারীদের আর্থ-সামাজিক উন্নয়নে বিভিন্ন ধরণের কাজ করে যাচ্ছে। দেশে জনসংখ্যায় পুরুষের চেয়েও নারীর সংখ্যা বেশি। আর তাই নারীর আর্থ-সামাজিক উন্নয়ন ও অর্থনৈতিক ক্ষমতায়ন প্রয়োজন। বর্তমান সময়ে নারীর ক্ষমতায়নে বাংলাদেশের অর্জন ঈর্ষণীয়। দেশের এমন কোনো কর্মক্ষেত্র নেই যেখানে নারীদের পদচারণা লক্ষ্য করা যায় না। পুরুষের পাশাপাশি প্রতিটি পর্যায়ে নারী স্বমহিমায় কর্মদক্ষতার পরিচয় দিয়ে যাচ্ছে। দেশের উন্নয়নে পুরুষদের পাশাপাশি নারীদের দক্ষ এবং প্রশিক্ষিত হয়ে এগিয়ে যেতে হবে।
উক্ত প্রশিক্ষণে প্রশিক্ষকের দায়িত্ব পালন করেন চাঁদপুরের নারী সংগঠন বিজয়ী নারী উন্নয়ন সংস্থার ফাউন্ডার তানিয়া ইশতিয়াক খান।
এ সময় আরো উপস্থিত ছিলেন চাঁদপুর অনলাইন প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা ও সাধারণ সম্পাদক মোঃ আশিক খান, সবাই মিলে নারী উন্নয়ন সংস্থা এর ফাউন্ডার তানিয়া ইসলাম, অনন্যা নারী উন্নয়ন সংস্থার সভাপতি রাবেয়া আক্তার, নবারুন মহিলা সংস্থার সভাপতি শামীমা নাসরিনসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ।