উপাদী দক্ষিণে ফ্রি স্বাস্থ্যসেবা পেলো ৫ শতাধিক মানুষ

আলোকিত চাঁদপুর রিপোর্ট
প্রকাশের সময়: শনিবার, ১০ মে, ২০২৫ । ৯:৩৭ অপরাহ্ণ

চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার ৬নং উপাদী দক্ষিণ ইউনিয়ন আন্তঃ যোগাযোগ গ্রুপ ও ফাউন্ডেশনের আয়োজনে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। এতে প্রায় ৫ শতাধিক অসহায়, দরিদ্র মানুষকে চিকিৎসা সেবা ও প্রাথমিক ওষুধ দেয়া হয়েছে। শনিবার (১০ মে) সকালে ইউনিয়নের হযরত শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়।

ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সালমান হোসাইন রাসেল এর প্রাণবন্ত সঞ্চালনায় এতে সভাপতির বক্তব্য রাখেন সংগঠনটির উপদেষ্টা ও কাকৈরতলা জনতা কলেজের অধ্যক্ষ মো. মনিরুল হক পাটোয়ারী।

তিনি তার বক্তব্যে বলেন, যাদের হাসপাতালে গিয়ে চিকিৎসা করানোর মতো সামর্থ্য নেই এমন লোকেদের এই ফাউন্ডেশনের পক্ষ থেকে বিনামূল্যে চিকিৎসা সেবা দেয়া হয়েছে। এ কাজ ভবিষ্যতেও অব্যাহত থাকবে। এ সময় সমাজের বিত্তবানদের অসহায় দরিদ্রদের পাশে দাঁড়ানোর আহ্বানও জানান তিনি।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, পিংড়া হযরত শাহজালাল উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোঃ কামাল হোসেন, সাবেক সহকারী প্রধান শিক্ষক তারকেশ্বর ঢালী, ইউনিয়নের পশ্চিম বাকরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রব খান, ডা. এম আর সায়মন, ডা. বিজয় সরকার।

স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের প্রতিষ্ঠাতা এডমিন ও সভাপতি সোলাইমান পাটওয়ারী। অন্যান্যদের মধ্যে আরো বক্তব্য রাখেন সংগঠনের সহ সাংগঠনিক সম্পাদক মোঃ মমিন হোসেন বকাউল প্রমূখ।

পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে শুরু হওয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ধলাইতলী জনতা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মিজানুর রহমান, সংগঠনের সহ সভাপতি আবু সুফিয়ান, নাজমুল হক, যুগ্ম সাধারণ সম্পাদক হোসাইন খান, সহ সাংগঠনিক সম্পাদক সজিব গাজী, শিক্ষা বিষয়ক সম্পাদক আরিফুল ইসলাম, প্রচার সম্পাদক রেজাউল করিম, সহ কোষাধ্যক্ষ আল আমিন, নারী ও শিশু বিষয়ক সম্পাদক মুক্তা রহমান, ধর্ম বিষয়ক সম্পাদক মুহিত তালুকদার, সদস্য ফয়সাল হোসেন, কবির হোসেন, মিনহাজুল ইসলাম, আহাদ হোসেন, সানজিদ, নিরব ও মিরাজ সহ বিভিন্ন ও রাজনৈতিক নেতৃবৃন্দ।

হযরত শাহজালাল উচ্চ বিদ্যালয় এর একদল স্কাউট সদস্য এবং একঝাঁক তরুন তরুনীর সার্বিক সহযোগিতায় উক্ত মেডিকেল ক্যাম্পেইনে চিকিৎসা সেবা প্রদান করেন দেশের বিভিন্ন স্বনামধন্য হাসপাতাল থেকে আগত ডা. এম আর সায়মন, ডা. মোঃ আল আমিন, ডা. আবু আসিফ সিদ্দিকী, ডা. বিজয় সরকার, ডা. আবু সাঈদ সরকার, ডা. অমিত ভট্টাচার্য, ডা. রাকিবুজ্জামান খান, ডা. মোঃ নাছির উদ্দিন ও ডা. কামরুল হাসান রিপন।

এদিন বিভিন্ন স্থান থেকে আগত প্রায় ৫০০ জন মানুষকে বিনামূল্যে চিকিৎসা সেবা দেন স্বেচ্ছাসেবী এই সামাজিক সংগঠনটি। এর আগেও একাধিকবার বিনামূল্যে চিকিৎসা সেবা দিয়ে মানুষের মন জয় করেছেন সংগঠনের সদস্যরা। অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিবৃন্দকে ফুলেল শুভেচ্ছায় বরণ করে নেন সংগঠনের সদস্যরা। এবং অতিথিবৃদকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।

সম্পাদক ও প্রকাশক : মো. জাকির হোসেন ।  কপিরাইট © দৈনিক আলোকিত চাঁদপুর

প্রিন্ট করুন