শিশুকে বাঁচাতে গিয়ে অটোরিকশা মুখোমুখি সংঘর্ষ, যুবক নিহত

আলোকিত চাঁদপুর রিপোর্ট
প্রকাশের সময়: বুধবার, ৭ মে, ২০২৫ । ৫:২৯ অপরাহ্ণ

চাঁদপুর সদর উপজেলার দেবপুর এলাকায় রাস্তা পার হওয়া শিশুকে বাঁচাতে গিয়ে সিএনজি চালিত দুটি অটোরিকশা মুখোমুখি সংঘর্ষে এনাম হোসেন (২১) নামে যুবক নিহত হয়েছেন। আহত হয়েছেন শিশুসহ আরো পাঁচ যাত্রী।

বুধবার দুপুরে দেবপুর মাদ্রাসার সামনে চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক সড়কে এই দুর্ঘটনা ঘটে।

নিহত যুবক এনাম হাজীগঞ্জ উপজেলার বড়কুল ইউনিয়নের নাটেহারা গ্রামের মুন্সিবাড়ির খোরশেদ আলমের ছেলে। পেশায় তিনি একজন শ্রমিক।

আহতরা হলেন-রাস্তা পার হওয়া সদরের দেবপুর গ্রামের শিশু আয়শা আক্তার (৬), অটোরিকশা যাত্রী হাজিগঞ্জ পৌর এলাকার বলাখাল গ্রামের হেঞ্জু মিয়া (৬২), ফরিদগঞ্জের সীমা আক্তার (২৩), লক্ষ্মীপুর জেলার রামগঞ্জের মো. পারভেজ (২৩), হাজিগঞ্জ উপজেলার বাকিলা গ্রামের মো. শিহাব (১৭)।

নিহত এনামের পিতা খোরশেদ আলম জানান, তার ছেলে ঢাকা গাজীপুর বোনের বাড়িতে বেড়াতে যায়। সেখান থেকে আজ সকালে লঞ্চযোগে চাঁদপুরে আসে। বাড়িতে আসার সময় অটোরিকশা মুখোমুখি সংঘর্ষে নিহত হয়। এনাম এলাকায় শ্রমিক হিসেবে কাজ করতেন।

বাকিলা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ মিজানুর রহমান বলেন, চাঁদপুর থেকে হাজীগঞ্জগামী অটোরিকশা ঘটনাস্থল অতিক্রম করার সময় আয়েশা নামে শিশু রাস্তা পার হওয়ার জন্য দৌড় দেয়। তাকে বাঁচাতে গিয়ে চাঁদপুরগামী অটোরিকশা সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে শিশুটি আহত হয় এবং অটোরিকশা দুটি দুমড়ে মুচড়ে যায়। ঘটনাস্থলেই নিহত হন এনাম নামে অটোরিকশা যাত্রী। আহতদের উদ্ধার করে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক মো. বেলাল বলেন, আহত যাত্রীদেরকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। গুরুতর আহত শিশু আয়েশাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

হাজিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহিউদ্দিন ফারুক বলেন, ঘটনাটি হাজীগঞ্জ চাঁদপুর থানা সীমান্ত এলাকায়। ঘটনার পর যাতে রাস্তায় কোন যানজট সৃষ্টি না হয় সে কারণে পুলিশ পাঠানো হয়েছে। মরদেহ উদ্ধার এবং এই ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

সম্পাদক ও প্রকাশক : মো. জাকির হোসেন ।  কপিরাইট © দৈনিক আলোকিত চাঁদপুর

প্রিন্ট করুন