
শাহরাস্তি উপজেলায় চলতি বোরো মৌসুমে ধান ও চাল সংগ্রহ কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়েছে। আজ সকালে খাদ্য গুদামে এ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নিগার সুলতানা।
উপজেলা খাদ্য কর্মকর্তা কাজী মেজবাহ উদ্দিন জানান, চলতি বোরো মৌসুমে সরকার প্রতি কেজি ধান ৩৬ টাকা ও প্রতি কেজি চাল ৪৯ টাকা ধরে প্রকৃত কৃষকদের কাছ থেকে ক্রয় করবে। প্রতি কৃষক ৩ মেট্রিক টন ধান ও চাল সরকারি খাদ্য গুদামে সরকারের নিকট বিক্রি করতে পারবেন। শাহরাস্তি উপজেলায় চলতি বৎসরে ৭ শত ৪ মেট্রিক টন ধান ও ১১ শত ৮৪ মেট্রিক টন চাউল সংগ্রহের লক্ষ্যমাএা নির্ধারণ করা হয়েছে। এ সংগ্রহ অভিযান ৫ মে থেকে ৩১ আগষ্ট পর্যন্ত চলমান থাকবে।
উপজেলা খাদ্য গুদাম পরিদর্শক (এল এস ডি) শহীদ সরোওয়ার্দী জানান, একজন প্রকৃত কৃষক তার ভোটার আইডি কার্ড, কৃষি কার্ড, ব্যাংক একাউন্ট ও কৃষি অফিসের কৃষক প্রত্যায়ন নিয়ে খাদ্য গুদামে ধান ও চাল বিক্রি করতে পারবেন। কৃষক প্রতি মন ধান ১৪ শত ৪০ টাকা, ও প্রতি মন চাল ১৯ শত ৬০ টাকা দরে বিক্রি করতে পারবেন।
এ সময় আরো উপস্থিত ছিলেন উপজেলা উপ-সহকারী কৃষি কর্মকর্তা আবু হেনা ফয়সাল, মিনা অটো রাইস মিলসের পরিচালক আবদুল মমিন ও গণমাধ্যমকর্মীবৃন্দ।