
অন্যান্য উপজেলা ও শিক্ষা প্রতিষ্ঠানের ন্যায় কচুয়া উপজেলার অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান তেগুরিয়া শিশু বিদ্যা নিকেতনে শান্তিপূর্ণ পরিবেশে প্রথম সাময়িক পরীক্ষা শুরু হয়েছে। আজ সকালে ওই বিদ্যালয় প্লে থেকে পঞ্চম শ্রেনি পর্যন্ত পৃথকভাবে প্রায় ৩শতাধিক শিক্ষার্থী এ পরীক্ষায় অংশগ্রহন করে।
পরীক্ষার প্রথম দিনে বাংলা শিক্ষার্থীরা মনোমুগ্ধকর পরিবেশে পরীক্ষায় অংশগ্রহন করে।
বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মো. সাকিব আল হাসান জুয়েল বলেন, গত বছরের ন্যায় এবারো আমরা শিক্ষার্থীদের মেধা যাচাই ও সামাগ্রিক ভাবে এগিয়ে নেয়ার লক্ষ্যে সরকারি বিধি মোতাবেক পরীক্ষা কার্যক্রম শুরু করেছে। বিশেষ করে বিদ্যালয়ের পরিচালনা পর্ষদ, শিক্ষকবৃন্দ ও অভিভাবকদের ব্যাপক আগ্রহের মাধ্যমে আমরা এ পরীক্ষাগুলো পরিচালনা করছি। ভবিষ্যতেও বিদ্যালয়ের সুনাম ও ভালো ফলাফল ধরে রাখতে আমাদের চেষ্টা অব্যাহত ধাকবে।