ফরিদগঞ্জে ভাটিয়ালপুর চৌরাস্তার টোল বন্ধের দাবিতে মানববন্ধন

আনিছুর রহমান সুজন
প্রকাশের সময়: রবিবার, ৪ মে, ২০২৫ । ৭:২৭ অপরাহ্ণ

ফরিদগঞ্জ পৌর এলাকার ভাটিয়ালপুর চৌরাস্তা বাজারের টোল আদায়কে অবৈধ দাবি করে তা বন্ধের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে দোকান মালিক, মাছের আড়ৎ, জেলে ও মৎস্য ব্যবাসায়ীরা। রোববার (৪ মে ২০২৫) বিকালে ভাটিয়ালপুর চৌরাস্তায় এই মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তব্য রাখেন, পৌর যুবদলের সভাপতি ও বিগত পৌরসভা নির্বাচনে বিএনপির মেয়র প্রার্থী ইমাম হোসেন পাটওয়ারী, ভাটিয়ালপুর চৌরাস্তা মৎস্য মালিক সমিতি সভাপতি ও সাবেক পৌল কাউন্সিলর আমিনুল হক(আমিন মিজি), মৎস্য ব্যবসায়ী মনির হোসেন গাজী, বিকাশ দাস, ইলিয়াছ হোসেন।

ব্যবাসায়ীরা জানান, ভাটিয়ালপুর চৌরাস্তা বাজারের মাছের হাটটি গত ১৫ বছর ধরে চলছে। এর সাথে দোকান মালিক, মাছের আড়ৎদার, মৎস্য ব্যবসায়ী, জেলেসহ অন্তত কয়েকশত পরিবার জড়িত। দোকানগুলো আমাদের নিজেদের জমির উপর। আমরা ট্রেড লাইন্সেস নিয়ে ব্যবসা করি। সড়ক ও জনপথ বিভাগের জমির উপর প্রতিদিন অস্থায়ী মাছের বাজার বসে। কিন্তু পৌর কর্তৃপক্ষ মাছের হাট এলাকার কোনরূপ উন্নয়ন বা সুবিধা না দিয়ে, এমনকি আলোচনা ব্যতিরেকে বাজারটি ইজারা প্রদান করে। যা অনৈতিক ও অবৈধ। এই টানাটানির কারণে গত এক সপ্তাহ ধরে আমাদের মাছ বিকিকিনি বন্ধ হয়ে গেছে। তাই আমরা অবৈধ ইজারা বাতিলের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছি।

সম্পাদক ও প্রকাশক : মো. জাকির হোসেন ।  কপিরাইট © দৈনিক আলোকিত চাঁদপুর

প্রিন্ট করুন