
চাঁদপুর সদর, কচুয়া ও ফরিদগঞ্জ উপজেলায় যৌথ বাহিনীর পৃথক অভিযানে তালিকাভুক্ত ৪ মাদক কারবারি ও ৭ কিশোর গ্যাং সদস্য গ্রেপ্তার হয়েছে। শনিবার (২৬ এপ্রিল) দুপুরে এ তথ্য নিশ্চিত করেন চাঁদপুর সদর আর্মি ক্যাম্পের অপারেশনাল অফিসার লেফটেন্যান্ট জাবিদ হাসান।
তিনি বলেন, স্থানীয় গোপন তথ্যের ভিত্তিতে টৃথক অভিযানে সেনাবাহিনী ও থানা পুলিশ তালিকাভুক্ত মাদক কারবারি ও কিশোর গ্যাং সদস্যদের গ্রেপ্তার করে।
এর মধ্যে ২৪ এপ্রিল দিনগত রাতে সদর উপজেলার হরিণা ফেরিঘাট এলাকায় অভিযান চালিয়ে হেলাল (২২) ও মাসুদ (২৬) নামে মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে উদ্ধার করা হয় ৮ কেজি গাঁজা।
একই রাত সোয়া ১টার দিকে কচুয়া উপজেলার পলাশপুর নামক স্থান থেকে মো. মোহসীন (৩০) ও মো. এরশাদ খান (৪০) নামে দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে উদ্ধার করা হয় ২১ পিস ইয়াবা ট্যাবলেট, নগদ ১৫ হাজার টাকা এবং একটি মোটর সাইকেল।
একই রাতে চাঁদপুর শহরের প্রেসক্লাব সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে আপন (১৯), শিপন (১৯), ফারহান (১৮) নামে কিশোর গ্যাংয়ের তালিকাভুক্ত তিন সদস্যকে গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে উদ্ধার করা হয় ৩টি সাইনিজ কুড়াল, ৩টি রাম দা ও একটি চাপাতি।
অপরদিকে ২৫ এপ্রিল দিনগত রাত ১১টায় ফরিদগঞ্জ আর্মি ক্যাম্প থেকে অভিযান পরিচালনা করে উপজেলার কাশারা নামক স্থান থেকে তালিকাভুক্ত কিশোর গ্যাং সদস্য মো. হৃদয় (১৮), তাহমিদ হোসেন (১৯), মামুন মিয়া (১৮) ও শাহেদ মোল্লাকে (১৭) গ্রেপ্তার করা হয়।
লেফটেন্যান্ট জাবিদ হাসান বলেন, জব্দ মাদকদ্রব্য, গ্রেপ্তার মাদক কারাবির এবং কিশোর গ্যাং সদস্যদের স্ব স্ব থানায় পরিবর্তী ব্যবস্থা গ্রহণের জন্য হস্তান্তর করা হয়েছে।