
হাজীগঞ্জে গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে যৌথবাহিনী শুক্রবার রাতে অভিযান পরিচালনা করে ২ জন তালিকাভুক্ত মাদক কারবারীকে আটক করেছে।
বাংলাদেশ সেনাবাহিনীর (৩৩পদাতিক ডিভিশন) হাজীগঞ্জ ক্যাম্পের পক্ষে নেতৃত্বে দেন সার্জেন্ট মোঃ শহীদ সহ সেনাবাহিনীর সদস্যবৃন্দ এবং হাজীগঞ্জ থানার সাব-ইন্সপেক্টর মোঃ সাজ্জাদ হোসেন সহ সঙ্গীয় ফোর্স ।
থানা সূত্রে জানা যায়, তালিকাভুক্ত আটককৃত মাদক কারবারীগণ হলো-হাজীগঞ্জ পৌর ০৪ নং ওয়ার্ড পশ্চিম মকিমাবাদ এলাকার কবির হোসেন (৩২) এবং আকাশ (২৬)। আটককৃতদের কাছ থেকে ১’শত পিস ইয়াবা, নগদ ১ হাজার ১৭০ টাকা, ৩ টি মোবাইল সেট এবং ১টি মোটরবাইক জব্দ করা হয়েছে।
হাজীগঞ্জ থানার সাব-ইন্সপেক্টর মোঃ সাজ্জাদ হোসেন বলেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ অনুযায়ী তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে। যার মামলা নং-০৯,তারিখ ১৮/০৪/২০২৫ খ্রিস্টাব্দ।
বিষয়টি নিশ্চিত করে হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মহিউদ্দিন ফারুক বলেন, এলাকা থেকে মাদক সহ সকল অপরাধ নির্মূলে অভিযান অব্যাহত থাকবে। আইন-শৃঙ্খলা বাহিনীকে যথা সময়ে সঠিক তথ্য দিয়ে সহযোগিতার জন্য সমাজের সচেতন মহলকে অনুরোধ করছি ।