
গাজায় ইসরাইলের বর্বরত হামলার প্রতিবাদে শুক্রবার বাদ জুমা ফরিদগঞ্জ উপজেলার পৌর বাস টার্মিনাল ও গুরুত্বপূর্ণ সড়কে সর্বস্তরের তৌহিদি জনতার পক্ষ থেকে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
বিক্ষোভ মিছিল শুরু হওয়ার পূর্বে ফরিদগঞ্জের বিভিন্ন প্রান্ত থেকে খন্ড খন্ড মিছিলের মাধ্যমে সকল তৌহিদি জনতা পৌর বাস টার্মিনালে এসে একত্রিত হয়। সকল তৌহিদি জনতা একত্রিত হওয়ার পর ফরিদগঞ্জের গুরুত্বপূর্ণ সড়কে বিক্ষোভ মিছিল করেছেন তারা।
এ সময় তৌহিদী জনতা ‘নারায়ে তাকবির, আল্লাহু আকবার’, ‘বদরের হাতিয়ার গর্জে ওঠো আরেকবার’, ‘উহুদের হাতিয়ার গর্জে ওঠো আরেকবার’, ‘ফ্রি ফ্রি ফিলিস্তিন’ সহ বিভিন্ন স্লোগান দিতে থাকেন।
বিক্ষোভ মিছিল ও মানববন্ধন শেষে ফরিদগঞ্জ পৌর বাস টার্মিনালে এসে বিভিন্ন আলেম-ওলামা তাদের বক্তব্যে বলেন, ফিলিস্তিনে মুসলমানদের ওপর যে নির্যাতন করা হচ্ছে, এখন গাজার যে অবস্থা এ সময় জিহাদ ছাড়া উপায় নেই।’
পরিশেষে মুফতি আনোয়ার হোসাইন আমিনী দোয়া ও মোনাজাত পরিচালনা করে বিক্ষোভ মিছিল ও মানববন্ধনের সমাপ্তি ঘোষনা করা হয়।