
চাঁদপুর সদর ও ফরিদগঞ্জে যৌথ বাহিনীর ভ্রাম্যমাণ চেকপোস্টে ২৬৩ যানবাহনে তল্লাশি করা হয়েছে। এর মধ্যে সড়ক ও পরিবহন আইন না মানায় ১৮ চালককে ৯৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার সকালে এসব তথ্য জানান চাঁদপুর আর্মি ক্যাম্পের অপারেশনাল অফিসার লেফটেন্যান্ট জাবিদ হাসান।
তিনি বলেন, সোমবার বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত সদর উপজেলার বাবুরহাট বাজার রাস্তায় পুলিশের সাথে সমন্বয়পূর্বক ভ্রাম্যমাণ চেকপোস্ট বসিয়ে লাইসেন্স বিহীন চালক, ফিটনেস বিহীন গাড়ী, অধিক গতিতে গাড়ি চালনো, হেলমেট বিহীন মোটরসাইকেল চালানোর বিরুদ্ধে যৌথ অভিযান পরিচালনা করা হয়। এ সময় ২১৮টি যানবাহন তল্লাশি করা হয়। একই সময় লাইসেন্স না থাকায় ১২টি গাড়ী ও মোটর সাইকেল আরোহীর কাছ থেকে ৬৬ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
এছাড়া একইদিন রাত ৯টা থেকে মধ্য রাত পর্যন্ত ফরিদগঞ্জ উপজেলার চরকুমিরা রাস্তায় চেক পোস্ট বসিয়ে অভিযান পরিচালনা করে যৌথ বাহিনী। এসময় ৪৫টি যানবাহনে তল্লাশি করা হয়। এর মধ্যে হেলমেট ও লাইসেন্স না থাকায় ৬টি গাড়ী ও মোটর সাইকেল চালকের কাছ থেকে ৩০ হাাজার টাকা জরিমানা আদায় করা হয়। জব্দ ৪টি মোটর সাইকেল ফরিদগঞ্জ থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।
লেফটেন্যান্ট জাবিদ হাসান বলেন, দেশের চলমান পরিস্থিতিতে ট্রাফিক আইনের পরিপন্থী সকল প্রকার অবৈধ কার্যক্রম দমনসহ আইনের শাসন সমুন্নত রাখার লক্ষে সেনাবাহিনীর কঠোর অবস্থান অব্যাহত থাকবে।