
বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক বিশিষ্ট সাংবাদিক এম আবদুল্লাহ একদিনের সফরে চাঁদপুর আসছেন। তিনি সোমবার বিকেলে চাঁদপুর প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে মতবিনিময় ও কল্যাণ অনুদান সহায়তার চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগদান করবেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন। বিশেষ অতিথি থাকবেন পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব (পিপিএম), চাঁদপুর প্রেসক্লাব সভাপতি রহিম বাদশা। সঞ্চালনা করবেন চাঁদপুর প্রেসক্লাব সাধারণ সম্পাদক কাদের পলাশ।
সিনিয়র সাংবাদিক এম আবদুল্লাহ সাংবাদিকদের শীর্ষ সংগঠন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন-বিএফইউজের সাবেক মহাসচিব ও সভাপতি। তিনি দৈনিক আমার দেশসহ বিভিন্ন গণমাধ্যমে গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন।