
চাঁদপুর সদর উপজেলার ৪নং শাহমাহমুদপুর ইউনিয়ন বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার শাহমাহমুদপুর ইউনিয়নের মান্দরী ফাজিল মাদ্রাসা মাঠে ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান স্বপন মাহমুদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কামাল মিজির পরিচালনায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন চাঁদপুর জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক।
সম্মেলনের উদ্বোধন করেন সদর উপজেলা বিএনপির আহবায়ক শাহজালাল মিশন।
অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন সদর উপজেলা বিএনপির সদস্য সচিব এ্যাডভোকেট মোঃ জাহাঙ্গীর হোসেন খাঁন। বিশেষ বক্তা হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক এ্যাড. জসিম উদ্দিন মেহেদী, যুগ্ম আহবায়ক হযরত আলী, আক্তার হোসেন সাগর, জাকির হোসেন ফয়সাল, সদস্য মোহাম্মদ মনিরুজ্জামান মানিক, কাজী জাহাঙ্গীর আলম মিন্টু, বাকের খন্দকার প্রমূখ।