
কচুয়া উপজেলার ১০ নং গোহট উত্তর ইউনিয়নের পদুয়া গ্রামে পরকীয়া প্রেমের ঘটনা নিয়ে প্রতিপক্ষের হামলায় ৩জন গুরুতর আহত হয়েছে। শুক্রবার সকালে ওই গ্রামের গাজী বাড়িতে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, পদুয়া গ্রামের মৃত নুরুল হকের ছেলে মো. রোমনের সাথে একই বাড়ির প্রবাসী বাহলুলের স্ত্রী নাছরিন আক্তারের সাথে দীর্ঘদিন ধরে পরকীয় প্রেম জড়িয়ে পালিয়ে যায়। যাওয়ার সময় প্রবাসী বাহলুলের জমি বিক্রি করা নগদ ১৭ লক্ষ টাকা, স্বর্ণ অংলকার ও প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে যায় নাছরিন আক্তার ও প্রেমিক রোমন।
শুক্রবার সকালে পরকীয়া প্রেমিক রোমানের পরিবারের কাছে স্থানীয় সালিশ বাবুল হোসেন টাকা ও স্বর্ণ অংলকার নিয়ে চলে যাওয়ার বিষয়টি জানতে চাইলে পরকীয়া প্রেমিক রোমন, ইবু ওরফে টোকাই, হাবিব হোসেন গংরা দলবদ্ধ হয়ে বাবুলের উপর অর্তকির্ত হামলা শুরু করলে তার ডাক চিৎকারে প্রতিবেশী মোঃ বাচ্চু ও আবুল কালাম এগিয়ে আসলে তাদের উপর হামলা করে গুরুতর আহত করেন। পরে স্থানীয় লোকজন আহতদেরকে উদ্ধার করে কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। বর্তমানে তারা চিকিৎসাধীন রয়েছেন।
আহত বাবুল হোসেন ও মো. বাচ্চু জানান, রোমন র্দীঘদিন ধরে নাছরিন আক্তারের সাথে অবৈধ সম্পর্ক জড়ালে এলাকার মধ্যে তোলপাড় সৃষ্টি হয়। প্রবাসী বাহলুল তার জমি বিক্রি করলে ওই টাকার উপর লোভ বসে রোমানের। হঠাৎ একদিন রোমন নাছরিনকে নিয়ে উধাও হয়ে যায়। কিছুদিন পরে এলাকায় আসলে আমরা বিষয়টি জানতে চাইলে আমাদের উপর হামলা করে এবং বাড়িঘর ভাংচুর করেন। এই হামলার ঘটনায় কচুয়া থানায় আহতদের পক্ষ থেকে অভিযোগ দায়ের প্রস্ততি চলছে।
হামলার ঘটনায় রোমানের কাছে জানার চেষ্টা করা হলে তার মোবাইল ফোন বন্ধ থাকায় বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।